১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:৩১

রান তাড়ার বিশ্বরেকর্ড গড়ে ভারতকে হারালো অস্ট্রেলিয়া

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫

  • শেয়ার করুন

ডেক্স ঃ

নারী ওয়ানডে বিশ্বকাপে টানা দুই ম্যাচে হারের মুখ দেখলো ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর রোববার (১২ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষেও হারলো তারা। ভারতের বিশাখাপত্তনমে টসে হেরে আগে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানা ও প্রতীক রাওয়ালের জোড়া ফিফটিতে ৩৩০ রানের সংগ্রহ পায় ভারত। লক্ষ্য তাড়ায় নেমে অ্যালিসা হিলির দুর্দান্ত সেঞ্চুরিতে ১ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়ার নারীরা।

অ্যালিসা হিলির দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতকে ৩ উইকেটে হারালো অস্ট্রেলিয়া। ছবি: এপি

নারীদের ওয়ানডে ক্রিকেটে এমন কিছু আগে কেউ দেখেনি। নারীদের ওয়ানডে ক্রিকেটে এতো বড় লক্ষ্য নিয়ে আগে কোনো দল জয় পায়নি। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার দেয়া ৩০২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল শ্রীলঙ্কা। এবার সেই রেকর্ড ভাঙল অস্ট্রেলিয়ার নারীরা।

  • শেয়ার করুন