প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫
ক্রীড়া প্রতিবেদক ঃ
শেষ দিনে নিস্তরঙ্গ হয়ে পড়া বিসিবি নির্বাচনে আলোড়নই তুলে দিয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন নিয়ে পরিচালক হয়ে আসা ব্যবসায়ী ইসফাক আহসান। পতিত স্বৈরাচারী আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নির্বাচিত হয়ে আসার ৬ ঘণ্টা না পেরোতেই তাকে সরিয়ে দেওয়া হয় এনএসসির পক্ষ থেকে।
আওয়ামী সংশ্লিষ্টতার কারণেই যে তার এই পদচ্যুতি, তা বলাই বাহুল্য। বিষয়টি পরিষ্কার করেন এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। তিনি একটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘কালকে সকালে আমরা নতুন পরিচালক দেব। তাকে ঘিরে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার যে বিতর্ক তৈরি হয়েছে, সেটির জন্যই আমরা তাঁকে সরিয়ে দিচ্ছি।’
সবশেষ বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেছিলেন। তিনি চাঁদপুর-২ আসন থেকে নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন। সে আসন থেকে আওয়ামী লীগের পক্ষে তার প্রচার-প্রচারণার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে রয়েছে।
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন তিনি। দলটির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্যও ছিলেন, তার আগে তিনি দীর্ঘদিন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন। গণহত্যার দায়ে অভিযুক্ত দল আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে চাওয়া ও দলটির সহযোগী একজন কীভাবে বিসিবির পরিচালক হলো, তাও আবার জাতীয় ক্রীড়া পরিষদের কোটা থেকে, তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তাকে সরিয়ে দেওয়ার পর উঠে আসছে নতুন প্রশ্ন। আওয়ামী লীগের একজন সদস্য হয়েও কীভাবে তিনি বিসিবিতে আসতে পারলেন, সেটাও আবার জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন নিয়ে? সে প্রশ্নের জবাবে নজরুল বলেন, ‘আগে এতটা ডিটেইলস (খোঁজখবর) নিইনি। আসলে আমাদের ডিটেইলসটা নেওয়া উচিত ছিল।’
ইসফাককে সরিয়ে দেওয়ার পর একটি পরিচালকের আসন ফাঁকা আছে। কে আসবেন বিসিবি পরিচালক হয়ে, তা এখনো জানানো হয়নি। সে বিষয়ে ঘোষণা আসবে আজই।