১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:২১

বিসিবির কোন কমিটির দায়িত্ব কে পেলেন?

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫

  • শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক

নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পরিষদ। মঙ্গলবার ( অক্টোবরসদ্য নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে প্রথমবারের মতো সভা করেছে নব নির্বাচিত বোর্ড।

 সভায় মাসের জন্য বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে। আপাতত কমিটিগুলোর চেয়ারম্যান নির্ধারণ করা হয়েছে, ধীরে ধীরে বাকি সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু।

 

কে কোন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন-

 

ওয়ার্কিং কমিটিআমিনুল ইসলাম বুলবুল

বিপিএল গভর্নিং কাউন্সিলআমিনুল ইসলাম বুলবুল

ক্রিকেট অপারেশন্সনাজমুল আবেদীন ফাহিম

ফিন্যান্স কমিটিমো. নাজমুল ইসলাম

আমজাদ হোসেন (ভাইস চেয়ারম্যান)

ডিসিপ্লিনারি কমিটিফাইয়াজুর রহমান মিতু

টুর্নামেন্ট কমিটিআহসান ইকবাল

বিয়সভিত্তিকআসিফ আকবর

গ্রাউন্ডস কমিটিআমিনুল ইসলাম বুলবুল

রাহাত শামস (ভাইস চেয়ারম্যান)

আম্পায়ার্স কমিটিইফতেখার রহমান

মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটিমোঃ সাখাওয়াত হোসেন

মেডিকেল কমিটিমো. মনজুর আলম

টেন্ডার অ্যান্ড পারচেইজ কমিটিহাসানুজ্জামান

লজিস্টিক অ্যান্ড প্রটোকলইয়াসির মোহাম্মদ ফয়সাল

সিকিউরিটি কমিটিমেহরাব আলম চৌধুরি

নারী ক্রিকেট কমিটিআব্দুর রাজ্জাক

অডিট কমিটিমুখলেসুর রহমান খান

বাংলাদেশ টাইগার্সরাহাত শামস

গেম ডেভলপমেন্টইশতিয়াক সাদেক

সিসিডিএমআদনান রহমান দীপন

ফাইয়াজুর রহমান মিতু (সিনিয়র ভাইস চেয়ারম্যান)

ফিজিকালি চ্যালেঞ্জডমো. জুলফিকার আলী খান

মিডিয়া কমিটিআমজাদ হোসেন

ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটিশানিয়ান তানিম

হাই পারফরম্যান্সখালেদ মাসুদ পাইলট

ওয়েলফেয়ার কমিটিমোকসেদুল আলম বাবু

 

  • শেয়ার করুন