প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫
বিশ্বকাপ বাছাই পর্বে হ্যাটট্রিক জয়ের দেখা পেল স্পেন। জর্জিয়াকে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা। এই গ্রুপের আরেক ম্যাচে দুই তরুণ তুর্কির দারুণ নৈপুণ্যে বুলগেরিয়াকে উড়িয়ে দিয়েছে তুরস্ক।
ডেক্স ঃ
জর্জিয়াকে হারিয়ে জয়ের ধারা বজায় রেখেছে স্পেন। আর্দা গুলেরের ম্যাজিকে বুলগেরিয়াকে উড়িয়ে দিয়েছে তুরস্ক। ছবি: সংগৃহীত
খেলার সময়
শনিবার (এস্তাদিও মার্তিনেজ ভালেরোয় বিশ্বকাপ বাছাই পর্বের ইউরোপীয় অঞ্চলের গ্রুপ ই’র ম্যাচে জর্জিয়াকে ২-০ গোলে হারিয়েছে স্পেন। ম্যাচের দুই অর্ধে ইয়েরেমি পিনো ও মিকেল ওয়ারজাবাল গোল দুটি করেন।
এই জয়ের পরে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন।
এদিকে এই গ্রুপের আরেক ম্যাচে বুলগেরিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে তুরস্ক। আর্দা গুলের ও কেনান ইয়েলদিজের দারুণ নৈপুণ্যে তুরস্ক ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বুলগেরিয়াকে। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার গুলের একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন। জুভেন্টাসের তরুণ ফরোয়ার্ড ইয়েলদিজ করেছেন জোড়া গোল। এছাড়া মেহমেত চেলিক ও ইরফান কাহভেচি গোলের দেখা পেয়েছেন। তুরস্কের অবশিষ্ট গোলটি আত্মঘাতী, ভিক্তর পপভের পা থেকে এসেছে। বুলগেরিয়ার পক্ষে একমাত্র গোলটি করেন রাদোস্লাভ কিরিলভ।
ঘরের মাঠে জর্জিয়ার বিপক্ষে একক আধিপত্য দেখিয়েছে স্পেন। ৮৩ শতাংশ বল পজেশন ধরে রেখে ২৪টি শট নিয়েছে লা রোজারা, যার ৭টি লক্ষ্যে ছিল। বিপরীতে জর্জিয়ানরা ১টি মাত্র শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে।
প্রথমার্ধের ২৪ মিনিটে পিনো গোল করে এগিয়ে দেন স্পেনকে। এই অর্ধের ২৯ মিনিটে পেনাল্টি পেয়েছিল স্পেন। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন ফেরান তরেস।
দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন ওয়ারজাবাল।
সোফিয়ার ভাসিল লেভেস্কি ন্যাশনাল স্টেডিয়ামে সফরকারী তুরস্কের কাছে পাত্তাই পায়নি স্বাগতিকরা। ম্যাচের ১১ মিনিটেই সফরকারীদের লিড এনে দেন গুলের। হাকান চলহানগ্লুর পাস থেকে গোল করেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। তবে, ২ মিনিট পরেই কিরিলভের গোলে সমতায় ফেরে বুলগেরিয়া। প্রথমার্ধ ১-১ গোলের সমতায় শেষ হয়।
দ্বিতীয়ার্ধে রুদ্রমূর্তি ধারণ করে তুর্কিরা। এই অর্ধের খেলা গড়ানোর ৪ মিনিটের মাথায় গোল খায় স্বাগতিকরা। পপভের আত্মঘাতী গোলে এগিয়ে যায় তুরস্ক। এ সময় ৭ মিনিটে ৩ গোল হজম করে বুলগেরিয়া। এর দুই মিনিট পরেই গুলেরের পাস থেকে গোল করে ব্যবধান আরও বাড়ান ইয়েলদিজ। ৫৬ মিনিটে ফের গোল করেন ইয়েলদিজ। জুভেন্টাস তারকার এই গোলে সহায়তা করেন চলহানগ্লু।
৬৫ মিনিটে বুলগেরিয়ার কফিনে শেষ পেরেক ঠোকেন চেলিক। এই গোলটিও বানিয়ে দেন গুলের।
বিশাল জয়ের পরও গ্রুপে দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তুরস্ককে। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট । সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন।