১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:২৮

ঘুরতে যাওয়ার কথা বলে আ.লীগের মিছিলে, ধানমন্ডিতে ২ যুবক আটক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক  ঃ

আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক হওয়া দুই যুবক।

ধানমন্ডি ২৭ নম্বর থেকে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে জুনায়েদ সরদার ও শয়ন নামে দুই যুবককে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। তারা কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা।

‎শুক্রবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটায় ধানমন্ডি ২৭ নম্বর আই হসপিটালের সামনে থেকে তাদের আটক করা হয়।

তবে দুই যুবকের দাবি, কামরাঙ্গীরচর থেকে আজিমপুরে ঘুরতে যাওয়ার কথা বলে অটোরিকশায় করে ধানমন্ডি আওয়ামী লীগের মিছিল করার জন্য নিয়ে আসা হয় তাদের।

‎আটক যুবক শয়ন জানান, সাইফুল ইসলাম নামে কামরাঙ্গীরচর এলাকার এক বড় ভাই তাদেরকে আজিমপুর ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে অটোরিকশায় তোলে। এরপর অটোরিকশাটি ধানমন্ডি ৩২ নম্বরের পাশে রাফা প্লাজার সামনে এসে দাঁড়ায়।

কিছুক্ষণের মধ্যে অনেক লোক মিছিল নিয়ে এলে তারা মিছিলে আটকে যায়। ওই সময় স্থানীয়রা ও পুলিশ মিলে মিছিলকারীদের ধাওয়া দিলে অনেকে দৌঁড়ে পালিয়ে যায়। এসময় ঘুরতে নিয়ে আসা বড় ভাই সাইফুল ইসলাম তাদেরকে রেখে পালিয়ে যায়।

‎স্থানীয়রা জানান, জুমার নামাজের পর হঠাৎ ধানমন্ডি রাফা প্লাজার সামনে থেকে আওয়ামী লীগের একটি মিছিল বের হয়। এসময় প্রায় দেড় থেকে দুইশ জনের মতো বড় একটি মিছিল নিয়ে লোকজন ধানমন্ডি ২৭ নম্বরের দিকে ছুটে যায়। পরে পুলিশ ধাওয়া দিলে তারা বিভিন্ন গলি দিয়ে পালিয়ে যায়। এসময় দুজনকে আটক করে মোহাম্মদপুর থানায় নিয়ে যায় পুলিশ।

‎তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, আওয়ামী লীগের মিছিলের আগেই আমরা দুজনকে আটক করেছি। তারা কামরাঙ্গীরচর থেকে ধানমন্ডি মিছিল করতে এসেছে বলে স্বীকার করেছে।

তিনি বলেন, তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিছিল করার বিষয়টি স্বীকার করেছে। আমরা অন্যদের আটক করতে অভিযান চালিয়ে যাচ্ছি।

 

  • শেয়ার করুন