প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমানের সমাধিতে শ্রেদ্ধা জানিয়েছেন শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতাকর্মীরা। সমাধিতে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এই কর্মসূচি পালিত হয়।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি ও বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
অপর দিকে উস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রেজাউল কবির দীপু, সাধারন সম্পাদক সৈয়দ আল আমিন সম্রাট ও ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মোঃ শাহ আলম, সাধারন সম্পাদক মোঃ শাহিন, ডেমরা থানার সভাপতি হারুনুর রশিদ, সাধারন সম্পাদক মোঃ দুলাল, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ হুমায়ুন কবির, নুরুজ্জামান,শহিদুল, রাশেদুল ইসলাম,শামসুদ্দিনসহ সকল নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্যে রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছিলেন। বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন।
তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করে অর্থনীতিতে আমূল পরিবর্তন আনেন। গার্মেন্টস শিল্পের ভিত্তি স্থাপন এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধানও তারই অবদান।
শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি দীপু দুঃখের সাথে বলেন, গত সাড়ে ১৬ বছর ধরে আমারা ফ্যাসিবাদ লীগ সরকারে দ্বারা গুম খুন জুলুমের নির্যাতনের স্বীকার হয়েছি । তারপরও ফ্যাসিবাদ সরকারে বিরুদ্ধে জীবন মৃত্যুর বাজি রেখে দিনের পর দিন মাসের পর মাস সংগ্রাম করেছি। আমাদের দেশ মাতার সুযোগ্য সন্তান পরিস্কার পরিচ্ছন্ন রাজনীতিবিদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমরা তা পালন করেছি।তারই ধারাবাহিক জনগণ ও ছাত্রসমাজের আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকার হাসিনাকে পরাজিত করতে আমরা সক্ষম হয়েছি।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে সাধারন সম্পাদক সৈয়দ আল আমিন সম্রাট বলেন, ২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিএনপি সহযোগিতা করছে।নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাবকে আমরা ইতিবাচকভাবে দেখছি। পাশাপাশি বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন আনতে চাই। আরও বলেন, আমরা আশা করি জনগণের ম্যান্ডেট নিয়ে আবার বিএনপি ক্ষমতায় আসবে এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে ও রাজনৈতিক সংস্কারসহ অর্থনীতিতে নতুন গতি ফিরে আসবে।