১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:২২

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫

  • শেয়ার করুন

ডেক্স ঃ

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় ম্যাচেও একই দৃশ্যের দেখা মিলল। রান তাড়া করতে নেমে মাঝপথে পথ হারিয়ে বসেছিল। তবে শেষমেশ দলকে ঠিকই জয়ের বন্দরে পৌঁছে দিলেন নুরুল হাসান সোহান। প্রথম ম্যাচে রিশাদ হোসেনকে পেয়েছিলেন সঙ্গী হিসেবে, আজ পেলেন শরিফুল ইসলামকে। আর তাতেই কাজটা হয়ে গেল। ২ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলল কোচ ফিল সিমন্সের শিষ্যরা।

এর আগে টসে জিতে আফগানিস্তানকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক জাকের আলী। দুবাইয়ের শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় শুক্রবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তাদের ইনিংস থামে ১৪৭ রানে। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য হয় ১৪৮।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দুজনই ফিরে যান এক অঙ্কের রান করে। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই ফিরে যান তানজিদ। আগের দিনের হাফ সেঞ্চুরিয়ানকে ফেরান আজমতউল্লাহ ওপরজাই।

 

  • শেয়ার করুন