৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৪:১৯

একীভূত হওয়া “সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি,এর আমানতকারীদের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা ঃ

আপনারা অবগত আছেন যে, একীভূত হওয়া ৫ ইসলামী ব্যাংক ( Exim, SIBL, FSIB, Union, Global Islami Bank ) আমাদের মতো সাধারণ মানুষের তিল তিল করে জমানো অনেক কষ্টের টাকা। এই টাকা দিয়ে আমাদের সন্তানদের লেখাপড়া করানো হচ্ছে না, অনেকের পরিবার বিনা চিকিৎসায়, ধুঁকে ধুঁকে মৃত্যুর পথযাত্রী। আমাদের কষ্টার্জিত টাকা ব্যাংকের ভল্টে সুরক্ষিত থাকার পরও, সেই টাকা ফিরে পাওয়ার আশায় আমরা আজ পথে পথে ঘুরছি। এ কেমন পরিহাস!

আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, গত ২৮ শে নভেম্বর ২০২৫, রোজ শুক্রবার, আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে আমাদের প্রাণের দাবি নিয়ে একটি শান্তিপূর্ণ মানববন্ধন সফলভাবে সম্পন্ন করেছিলাম। সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের মাধ্যমে আজ আমরা এই সংবাদ সম্মেলন থেকে দেশের সকল স্তরের মানুষের উদ্দেশ্যে আমাদের বার্তা পৌঁছে দিতে চাই। বিশেষ করে, মহামান্য প্রধান উপদেষ্টা মহোদয়, মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়, বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর সাহেব, আইন-শৃঙ্খলা রক্ষা কাজে নিয়োজিত আমাদের দেশপ্রেমিক সকল ভাই-বোনেরা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা এবং আমাদের আমানতকারী ভুক্তভোগী সকল ভাই ও বোনেরা।

গত ২৮শে নভেম্বর, আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন থেকে আমরা ৪ঠা ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর মহোদয়কে একটি সুনির্দিষ্ট আল্টিমেটাম দিয়েছিলাম। আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদের জানাতে চাই যে, তিনি বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে আগামী সপ্তাহ থেকে ব্যাংকের কার্যক্রম শুরু করার আশ্বাস দিয়েছেন।

গভর্নর মহোদয়ের প্রতি পূর্ণ সম্মান রেখে, এবং আমাদের শান্তিপ্রিয় অবস্থান বজায় রেখে, আমরা আপনাদের মাধ্যমে ঘোষণা করছি যে— আমাদের পূর্বঘোষিত বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হলো। আমরা আশা করি, এই সময়ের মধ্যে আমরা আমাদের দাবির অনুকূলে একটি আশানুরূপ ফল পাব, ইনশাআল্লাহ।কিন্তু আমাদের মূল উদ্বেগের জায়গাটি এখনো রয়ে গেছে।

কর্তৃপক্ষ ২ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ী হিসাবের নিশ্চয়তা প্রদান করেছেন কিন্তু ২ লক্ষ টাকার অধিক সম্পূর্ণ আমানতের অর্থ— অর্থাৎ স্থায়ী আমানত (এফডিআর), মাসিক সঞ্চয় প্রকল্প (ডিপিএস), এবং সঞ্চয়পত্রের সম্পূর্ণ টাকার বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো লিথিত বা স্পষ্ট বক্তব্য পাইনি।

তাই, এই এক সপ্তাহের স্থগিতাদেশের মধ্যে, আমরা গভর্নর মহোদয়ের নিকট থেকে আমাদের সঞ্চয়ী হিসাব, এফডিআর, ডিপিএস এবং সঞ্চয়পত্রের সম্পূর্ণ টাকার ব্যাপারে একটি সুস্পষ্ট ও লিখিত ঘোষণার প্রত্যাশা করছি।

আমরা আশা করি, মহামান্য প্রধান উপদেষ্টা মহোদয়, মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়— আমাদের এই হাহাকার শুনবেন। আমাদের মতো সাধারণ মানুষের মুখের দিকে তাকিয়ে, মানবিক দিক বিবেচনা করে, দ্রুততম সময়ের মধ্যে আমাদের সকল দাবি মেনে নিবেন।

অন্যথায়, ১১ ডিসেম্বরের মধ্যে লেনদেন স্বাভাবিক না করলে, ১৪ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক অবস্থান কর্মসূচি, আমানতের সম্পূর্ণ অর্থ ফিরে পাওয়ার জন্য সারা দেশ থেকে ৯০ লাখ গ্রাহকের পরিবার ৫ কোটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, ইনশাআল্লাহ।

আমাদের সুষ্পষ্ট দাবী সমূহ ঃ

গেজেটের মাধ্যমে সকল আমানতকারীর সম্পূর্ণ আমানতের শতভাগ নিরাপত্তা ঘোষণা করতে হবে। ( আমানত যেভাবেই রাখা হউক- সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, এফডিআর, ডিপিএস মুনাফা সহ ফেরত দিতে হবে)।

সকল আমানতকারীর টাকা কখন, কীভাবে ও কোন ধাপে ফেরত দেওয়া হবে—তার একটি সুস্পষ্ট রোডম্যাপ গেজেট আকারে দ্রুত প্রকাশ করতে হবে।

ব্যাংকের সকল লেনদেন স্বাভাবিক করতে হবে, যাতে আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার করা যায়। প্রয়োজনে প্রতি মাসে একটি নির্দিষ্ট উত্তোলন সীমা গেজেটের মাধ্যমে নির্ধারণ করা যেতে পারে। লেনদেন স্বাভাবিক করতে একটি নির্দিষ্ট লিমিট নির্ধারণ করে NPSB, RTGS, EFT, ATM সহ সব ধরনের অনলাইন লেনদেন চালু করতে হবে।

৬৫ বছর ঊর্ধ্ব বয়স্ক ও ক্যান্সার রোগী আমানতকারীদের সম্পূর্ণ আমানত তাৎক্ষণিক ফেরতযোগ্য হিসেবে নীতিমালা তৈরি করতে হবে।

গ্রাহকের আস্থা পুনরুদ্ধারের জন্য আগামী ১১ ডিসেম্বরের মধ্যে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি চালু করতে হবে।

শেষ কথা

লেনদেন স্বাভাবিক করলে, আমরাও এই ব্যাংকে টাকা জমা দেব এবং তুলব। প্রবাসীরাও রেমিট্যান্স পাঠাবে। ইনশাআল্লাহ।

তখন এই ব্যাংক দেশের সব চেয়ে বড় সরকারি ইসলামী ব্যাংক হবে কিন্তু লেনদেন স্বাভাবিক না করলে, এই ব্যাংক কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। প্রবাসীরা রেমিট্যান্স শাট ডাউন দিবে এবং ১১ ডিসেম্বরের মধ্যে লেনদেন স্বাভাবিক না করলে, ১৪ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচী।ঘোষণায়: একীভূত হওয়া ৫ ইসলামী ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকগণ।

  • শেয়ার করুন