১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:৪১

বাঁশখালীতে শীর্ষ সন্ত্রাসী রাশু গ্রেপ্তার

প্রকাশিত: জুন ১৬, ২০২৫

  • শেয়ার করুন

 

নিজস্ব প্রতিনিধি।।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রাশেদ ওরফে রাশু (৪৪)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, মাদক ও অস্ত্র ব্যবসায় জড়িত ছিলেন বলে দাবি পুলিশের।

বুধবার (১১ জুন) সকালে বাঁশখালীর পূর্ব বৈলগাঁও এলাকার নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাশু সাধনপুর ইউনিয়নের বাইন্নাডিগি এলাকার বাসিন্দা এবং ফয়েজ আহমেদের ছেলে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে রাশুকে খোঁজা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র মামলাসহ ৬টি মামলা রয়েছে।’

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাশু দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার সালাউদ্দীন কামালের ছত্রচ্ছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে এলাকায় অস্ত্রের মহড়া, মাদক বেচাকেনা, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলার একাধিক অভিযোগ রয়েছে।

বিএনপি নেতাকর্মীদের দাবি, গত ১৭ বছর ধরে ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়ে আসছেন রাশু। এমনকি দিনের আলোতেও এলাকায় দা, কিরিচ ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করতেন তিনি।

  • শেয়ার করুন