৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ২:১১

এক মোটরসাইকেলে চার বন্ধু, একে একে প্রাণ গেল ৩ জনের

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫

  • শেয়ার করুন

জেলা প্রতিনিধি ঃ

নোয়াখালীর চাটখিলে সড়ক দুর্ঘটনায় একই মোটরসাইকেলের চার বন্ধু গুরুতর আহত হন। এর মধ্যে একে একে তিনজন প্রাণ হারান। সুস্থ রয়েছেন আরেক বন্ধু নাদিম।

সোমবার (১ ডিসেম্বর) রাত ১০টার দিকে চাটখিল পৌরসভার ত্রি-ঘরিয়া এলাকায় চাটখিল-দল্টা সড়কে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

বদলকোট ইউনিয়নের পাটোয়ারী বাড়ির মো. হারুনের ছেলে মো. তামিম হোসেন, পূর্ব বদলকোট গ্রামের নতুন ব্যাপারি বাড়ির মো. মানিক হোসেনের মো. সফিকুল ইসলাম জয় ও ত্রিগরিয়া মিঝি বাড়ির আব্দুর রহমানের ছেলে মো. রায়হান।

জানা যায়, সোমবার দিবাগত রাতে তামিম তার বাবার মোটরসাইকেলে তিন বন্ধুকে নিয়ে চাটখিল বাজার থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলচালক হাসিবুল ইসলাম তামিম। গুরুতর আহত সফিকুল ইসলাম জয় ও রায়হানকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, তবে অবস্থার অবনতি হলে পরে ঢাকায় নেওয়া হয়। সেখানে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তারা দুইজনই মৃত্যুবরণ করেন। নিহত তিনজনই বদলকোট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি নির্বাচনি পরীক্ষা দিচ্ছিলেন। একই গ্রামের তিন কিশোরের অকাল মৃত্যুতে পরিবার, স্কুল ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ হিডেন নিউজকে বলেন, একসঙ্গে বেড়াতে বের হয়ে এভাবে তিনটি প্রাণ ঝরে যাওয়া সত্যিই হৃদয়বিদারক। পরিবারের এই শোক কখনোই পূরণ হওয়ার নয়। আল্লাহ তাদের মাগফিরাত করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য দান করুন।

মো. দেলোয়ার হোসেন নামের এক শিক্ষক হিডেন নিউজকে বলেন, তরুণ তিন শিক্ষার্থীর অকাল মৃত্যু পুরো এলাকাকে কাঁদিয়েছে। এমন দুর্ঘটনা যেন আর কোনো পরিবারে শোক না বয়ে আনে—সবাইকে সচেতনভাবে যানবাহন চালানোর আহ্বান জানাই।

এদিকে তরুণ তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নোয়াখালী-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এবং জামায়াতে ইসলামী মনোনীত অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ। পৃথক শোকবার্তায় তারা নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তারা নোয়াখালী-১ আসনের জনসাধারণকে যথাযথ নিরাপত্তা ও সতর্কতার সঙ্গে মোটরসাইকেলে চলাচল করার বিশেষ অনুরোধ করেছেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী হিডেন নিউজকে বলেন, মোটরসাইকেলের অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোয় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আমরা চালকদের সর্বোচ্চ সতর্কতা ও নিরাপদ গতিতে যানবাহন চালানোর আহ্বান জানাচ্ছি, যাতে এ ধরনের করুণ ঘটনা আর না ঘটে।

  • শেয়ার করুন