১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৮:৫১

হাসিনার আমলে প্রকৃত সাংবাদিকতা জাদুঘরে পাঠানো হয়েছিল, আইয়ুব ভূঁইয়া

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫

  • শেয়ার করুন

উপজেলা প্রতিনিধিচৌগাছা (যশোর)

যশোরের চৌগাছা প্রেসক্লাবের নবনির্মিত ভবনে আইয়ুব ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়া হয়।জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার স্বৈরাচারী সরকার গণমাধ্যমকে ভয়ানকভাবে ব্যবহার করেছে। প্রকৃত সাংবাদিকতাকে গত ১৬ বছর ধরে জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে যশোরের চৌগাছা প্রেসক্লাবের নবনির্মিত ভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার নিজেদের স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার করেছে, আর বিদেশিদের দেখানোর জন্য বলা হয়েছে—দেশে হাজারের বেশি গণমাধ্যম রয়েছে। বাস্তবে সাংবাদিকরা ডিএসএল, এনএসআই ও ডিবি-র কল ধরে সংবাদ পরিবেশন করেছেন। ফলে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন সম্ভব হয়নি।’

আইয়ুব ভূঁইয়া আরও বলেন, ‘সাংবাদিকতায় দলীয় লেজুড়বৃত্তি পরিহার করতে হবে। সাংবাদিকতা কোনো রাজনৈতিক দলের হাতিয়ার নয়—এটি একটি মহান পেশা। দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের কাজ করতে হবে। বিশেষ করে অর্থনৈতিক গুরুত্ববাহী সংবাদ বেশি বেশি করে তুলে ধরতে হবে।’

মফস্বলের সাংবাদিকতার ঝুঁকি ও চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মফস্বলের সাংবাদিকতা বরাবরই কঠিন ও ঝুঁকিপূর্ণ। সাংবাদিকদের সুরক্ষায় জাতীয় প্রেসক্লাব কাজ করে যাচ্ছে।’

চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি মীর আব্দুল আলিম।

এসময় আরও বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান এবং প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ-সভাপতি রহিদুল খান। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান।

 

 

  • শেয়ার করুন