১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১২:০১

আত্মীয়ের দাফনে পরিবারের সবাই, একা ঘরে আগুনে পুড়ে প্রাণ গেল প্যারালাইজড বৃদ্ধার

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫

  • শেয়ার করুন

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঘরের ভেতর লাগা আগুনে পুড়ে সামেলা বেগম (৬৮) নামে শারীরিকভাবে অসুস্থ এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক ঃ

বুধবার (১৫ অক্টোবর) রাত সোয়া দশটার দিকে উপজেলার গাদিঘাট গ্রামের মিত্তের হাটিতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার স্ত্রী সামেলা বেগম প্যারালাইজড অবস্থায় ফাঁকা ঘরে একা শুয়ে ছিলেন। এ সময় হঠাৎ ঘরে আগুন ধরে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সঙ্গে মিলে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুড়ে যাওয়া ঘরের ভেতর থেকে সামেলা বেগমের ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ঘটনার সময় গৃহকর্তা আব্দুর রাজ্জাক ও তার পরিবারের অন্য সদস্যরা উপজেলাধীন টেক্কা মার্কেটে ছিলেন। সেখানে সালেহা বেগমের এক আত্মীয়ের দাফন শেষে তারা বাড়ি ফেরার পথে আগুনের খবর পান। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, স্থানীয়দের চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুনের সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

 

  • শেয়ার করুন