১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৮:৫১

একজন পেশাদার সাংবাদিক বলতে কাকে বুঝায় ?

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫

  • শেয়ার করুন

মোঃ হুমায়ুন কবির  ঃ

আজকাল সাংবাদিকতার চেহারা অনেকটা প্রানের আমের জুসের মতো- দেখতে চকচকে; কিন্তু  খাবার সময় গন্ধেই ধরা পড়ে আসল আম না নকল। তবুও প্রানের আমের জুস অহরহ পাওয়া যায় মানুষে বেশি খায়।তেমনি সাংবাদিক আর ভুয়া সাংবাদিকের মধ্যে যে পার্থাক্য রয়েছে তা একজন পেশাদার আর অপেশাদার সাংবাদিকদের চালচলন ও লেখনির মধ্যেই ফুঠে ওঠে। বর্তমানে ভুয়া সাংবাদিকদের বিচরনে পেশাদার সাংবাদিকগন সাংবাদিক সংগঠনগুলোতে অবহেলিত হয়ে পরছে।সাংবাদিকতা যে একটা মহান পেশা, তা ধরে রাখতে যে আদর্শ থাকাসহ কিছু নিয়ম নীতি পালন করতে হয় তা আমাদের সাংবাদিক সংগঠনগুলোর নেতারা ডাষ্টবিনে ফেলে দিয়েছে। সাংবাদিকতা করতে গেলে যে সাংবাদিকের সংজ্ঞা জানা দরকার, সেই অনুবাদে সংবাদ সংগ্রহ করা ও প্রকাশ করার পর একজন সাংবাদিক সমাজে স্বীকৃতি পায়। কিন্তু  ভুয়া সাংবাদিকরা  কিছু না লেখেই সাংবাদিক সমাজে তারা সাংবাদিক নেতা ! কারন তারা ক্লাবের ভিতরে ও বাহিরেই নেতাদের চামচামি করার ও কুট পরামর্শ দেয়ার জন্য বসে থাকেন আর তাদের ফরমায়স শুনেন।আর তারাই পেশাদার ৩০/৩৫ বছর সাংবাদিকতার বয়স্কদের ফেলে ২/৩ বছরেই জাতীয় প্রেস ক্লাবের সদস্য হয়ে যান। পেশাদার সাংবাদিকগনতো তাদের পেশার কাজ নিয়ে বিভিন্ন যায়গায় যেতে হয়, সংবাদ সংগ্রহ করতেহয়,  তারপর তাদের অফিস জমা দিতে হয় প্রকাশ করার জন্য । তারা কি করে ক্লাবে বসে থাকবেন , চামচামি করবেন ?যার ফলে নেতারা দূড়ে ঠেলে দেন। এটা কি আসলে সাংবাদিকদের বিবেকের আলো । কোথায় যাবে প্রকৃত বা পেশাদার সাংবাদিকগন। আর কতকাল বঞ্চিত হবে তাদের অধিকার তাদের সন্মান নিয়ে ।ভুয়া সাংবাদিকদেরতো কোন পদ বা কর্ম পাওয়ার যোগ্যতা নেই তাই তারা দেখে একটাই সহজ উপায় কোন ভাবে সাংবাদিক পেশাটাকে প্রতিষ্ঠিত করতে পারি তবে সমাজে চলাফেরা করা সহজ হবে। তাই সমাজের কিছু দুষ্টচক্র মানুষ সাংবাদিক নেতাদের মাধ্যেমে নামে মাত্র সাংবাদিক হয়ে লোকালয়ে জনসম্মুখে সাংবাদিক পরিচয় দিয়ে নিজেকে খুব বড় মনেকরাসহ সম সাময়ীক বিভিন্ন স্থান থেকে ফায়দা লুটছে। এরা পুলিশের কাছে ও সরকারী অফিসের  লোকদের কাছে সাংবাদিক পরিচয় দিয়ে নিজের স্বার্থ উদ্ধার করছে।

পেশাদার সাংবাদিক হলেন এমন একজন ব্যক্তি যিনি সংবাদ, তথ্য সংগ্রহ প্রকাশনার কাজে পেশাগতভাবে নিযুক্ত থাকেন। এরা সত্য, নির্ভুলতা বস্তুনিষ্ঠতার নীতি মেনে সংবাদপত্র, ম্যাগাজিন, ওয়েবসাইট, টেলিভিশন বা রেডিওর মতো মাধ্যমে কাজ করেন। এই পেশায় থাকা সাংবাদিকদের মূল লক্ষ্য হলো জনসাধারণকে দেশবিদেশের বিভিন্ন ঘটনা সম্পর্কে অবহিত রাখা, তা হতে পারে রাজনীতি, খেলাধুলা, ব্যবসা বা অন্য কোনো বিনোদনের বিষয়। 

পেশাদার সাংবাদিকের প্রধান কাজ

সংবাদ সংগ্রহ প্রতিবেদন: ঘটনার সত্যতা যাচাই করে ঘটনাস্থল থেকে সংবাদ সংগ্রহ করা এবং প্রতিবেদন তৈরি করা।

তথ্য বিশ্লেষণ: প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে সঠিক ও পক্ষপাতহীন প্রতিবেদন তৈরি করা।

প্রকাশনা: সংবাদপত্র, ম্যাগাজিন, অনলাইন পোর্টাল বা সম্প্রচার মাধ্যমের জন্য সংবাদ লেখা বা উপস্থাপন করা।

অনুসন্ধানী সাংবাদিকতা: গভীর অনুসন্ধান করে গুরুত্বপূর্ণ, কিন্তু গোপনীয় তথ্য খুঁজে বের করা।

পেশাদার সাংবাদিকের মূল নীতি

সত্য নির্ভুলতা: সংবাদের সত্যতা ও নির্ভুলতা নিশ্চিত করা।

বস্তুনিষ্ঠতা: নিজের ব্যক্তিগত মতামত বা পক্ষপাতিত্ব এড়িয়ে বস্তুনিষ্ঠভাবে সংবাদ উপস্থাপন করা।

নৈতিকতা: সাংবাদিকতার নৈতিক মান বজায় রাখা।

যে মানুষটি সাংবাদিক পরিচয় দিবেন তার মধ্যে উল্লেখিত বিষয়ে অভিজ্ঞতাসহ যে কোন একটি পত্রিকার অফিসে যে কোন একটি বিটে কাজে  যোগদান থাকতে হবে । তবেই  একজন মানুষের সাংবাদিকতার মুল্যায়ন হবে বা সাংবাদিক সমাজে সাংবাদিক হিসাবে পরিচিতি লাভ করবে । কিন্তু যে ব্যাক্তি কোন দিন কোন নিউজ লেখেই নাই বা কোন পত্রিকার অফিসে যোগদান করে নাই সে কিভাবে একজন সাংবাদিক হয় । এ প্রশ্ন এখন জাতীয় প্রেস ক্লাবে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ( ডিইউজে )এর সকল সাংবাদিকদের মাঝে ।

 

  • শেয়ার করুন