১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৮:৫২

আজ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫

  • শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরে আজ (২৫ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। যদিও টুর্নামেন্টের ফরম্যাটে সরাসরি কোনো সেমিফাইনাল নেই, তবে পয়েন্ট টেবিলের হিসাব অনুযায়ী এই ম্যাচই হয়ে উঠেছে অলিখিত সেমিফাইনাল। কারণ, আজকের ম্যাচে যারা জিতবে তারাই উঠবে ফাইনালে। এবার বাঁচা-মরার ম্যাচ।

পাকিস্তানের বিপক্ষে লিটন ব্রিগেডের সমীকরণ সোজা—হারাতে পারলে টিকবে আশা, হারলে বিদায়। এমন কঠিন সমীকরণের সামনে দল গঠনে বড় সমস্যায় পড়বে টাইগার টিম ম্যানেজমেন্ট। চোট, ব্যর্থতা এবং কম্বিনেশন—সব কিছুর বিচারে দলে আসতে পারে কয়েকটি পরিবর্তন।

ভারতের বিপক্ষে দলে আসা তানজিম হাসান ভালো করতে পারেননি। পারভেজ হোসেন ইমন রেখেছিলেন প্রভাব। ওপেনিংয়ে যে সমস্যা চলছে তা ইমন ও সাইফকে দিয়ে কাটিয়ে উঠতে চাইতে পারে বাংলাদেশ। তিন নম্বরের সমস্যা কেটে যাবে লিটন ফিট হয়ে ফিরলে।

টাইগার অধিনায়ক ভারতের বিপক্ষে ছিলেন না। আজও শঙ্কা আছে, তবে খেলার সম্ভাবনা প্রবল। লিটন না খেললে সেক্ষেত্রে বিকল্প ভাববে দল। মিডল অর্ডারের হতশ্রী দশা কাটাতে বদল আসতে পারে কয়েকটি। শামিম হোসেনের জায়গায় আসতে পারেন নুরুল হাসান সোহান। কিপিংয়ে ভারতের বিপক্ষে চাপে থাকা জাকেরকে হয়ত সোহানের মাধ্যমে বদল করা হবে।

বোলিংয়েও বদল আসতে পারে। একাদশে তাসকিন আহমেদ ঢুকতে পারেন। মোস্তাফিজুর রহমানের সঙ্গী হতে পারেন তানজিম হাসান সাকিবও। অলরাউন্ডার হিসেবে দলে থাকতে পারেন রিশাদ। স্পিনার হিসেবে জায়গা পেতে পারেন শেখ মাহেদী ও নাসুম আহমেদ।

তবে সেরা দল নিয়েই নামার কথা বলেছেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী, ‘যখন শ্রীলঙ্কার বিপক্ষে হারলাম, তখনও বলেছিলাম এখনও চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আছি। কালকের ম্যাচ ওদের (পাকিস্তান) জন্য, আমাদের জন্যও তা। আমরা ওইরকম সাহস নিয়েই খেলব ইনশাআল্লাহ। ফাইনালে ওঠার জন্য, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামিম হোসেন পাটোয়ারী/নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন/নাসুম আহমেদ, শেখ মেহেদী, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
এশিয়া কাপ ক্রিকেট

 

  • শেয়ার করুন