প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬
হিমু;
অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন ( আইজেএফ ) এর নির্বাহী সদস্য ও সাধারন সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে আইজেএফ ফ্যামিলি ডে–২০২৬। শনিবার ( ১০ জানুয়ারি ) দিনব্যাপী ঢাকার অদূরে সাভারের বিরুলিয়া এলাকার গোলাপ গ্রামে অবস্থিত উৎসব পার্কে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাবের পূর্ব গেট থেকে অংশগ্রহণকারী সদস্য ও তাঁদের পরিবারবর্গ নির্ধারিত যানবাহনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। আয়োজক কমিটির সার্বিক তত্ত্বাবধানে যাতায়াত, খাবার পরিবেশন, বিনোদনমূলক আয়োজন ও র্যাফেল ড্রসহ সব কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সকালের নাস্তা ও দুপুরের খাবারের সুব্যবস্থা ছিল। কুপন ব্যবস্থাপনার মাধ্যমে সব কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হওয়ায় কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি বলে জানান আয়োজকরা।
অংশগ্রহণকারী সদস্যরা বলেন, দীর্ঘদিন পর এমন পারিবারিক আয়োজন সংগঠনের ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করেছে। শিশুদের অংশগ্রহণ ও বিনোদনমূলক পরিবেশ পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন ‘সবুজ আন্দোলন’-এর প্রতিষ্ঠাতা ও পরিবেশবিদ বাপ্পি সরদার। এ সময় প্রধান অতিথি ও অনুষ্ঠানে উপস্থিত গুণীজন শিল্পীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আইজেএফ কেন্দ্রীয় সভাপতি সিনিয়র সাংবাদিক জনাব রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক কে এম আব্দুল মজিদ, দপ্তর ও প্রচার সম্পাদক এবং দৈনিক নাগরিক কণ্ঠ পত্রিকার সম্পাদক এস এম জীবন, সিনিয়র সাংবাদিক টুটুল হুমায়ুন, সাংবাদিক ইউসুফ বাবলু, সাংবাদিক বজলুর রহমান, সাংবাদিক মুরাদসহ আইজেএফ-এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
আয়োজক কমিটির পক্ষ থেকে ফ্যামিলি ডে সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।