প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬

নিজস্ব সংবাদদাতা ঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের উদ্যোগে ৫ জানুয়ারি, ২০২৬ (সোমবার) দুপুর ১২টায় শেরে বাংলা নগরে বাংলাদেশের ইতিহাসের দুই মহান ব্যক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাংবাদিক সমাজের অকৃত্রিম বন্ধু, সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন রাকিব, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক তালুকদার মোঃ বিল্লাল হোসেন বেলাল, সদস্য শহিদুল ইসলাম, সদস্য মোঃ আসাদুজ্জামান আসাদ, সদস্য মোঃ তোফাজ্জল হোসেন মিন্টু এবং অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের সভাপতি মোঃ কামাল উদ্দিন আহমেদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের বহুদলীয় গণতন্ত্রের উপহার দিয়েছিলেন, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণমাধ্যম ও সাংবাদিক সমাজের এক অকৃত্রিম অভিভাবক। তাঁর মৃত্যুতে আমরা এমন এক অভিভাবককে হারিয়েছি যাহা পুরন করামত আর কোন নেতা বা নেত্রী হবে বলে আমরা মনে করি না। যিনি সারাজীবন বিরোধীদলের দ্বারা নির্যাতিত হয়েছেন তবুও তাদের সাথে আপোষ করেন নাই।আপোষহীন থেকে এ দেশের সার্বভৌমত্ব ও মানুষের অধিকারের কথা বলেছেন।”
সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন রাকিব বলেন, “সাংবাদিকদের অধিকার রক্ষা ও মফস্বল সাংবাদিকদের উন্নয়নে দেশনেত্রীর অবদান আমরা কৃতজ্ঞতাভরে স্মরণ করি। তাঁর আদর্শই আমাদের আগামী দিনের পথচলার অনুপ্রেরণা।”
দোয়া শেষে উপস্থিত নেতৃবৃন্দ দেশনেত্রীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।