প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫
বিনোদন ডেস্ক ঃ
পাকিস্তানি টিভি তারকা সজল আলী আবারও বিয়ে করছেন—কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ দাবি করছেন, নতুন বছরের শুরুতে সহশিল্পী হামজা সোহাইলকে বিয়ে করবেন সজল আলী। ইতিমধ্যে বিয়ের প্রস্তুতিও শুরু করেছেন তাঁরাশিল্পীর ইনস্টাগ্রাম থেকে
গুঞ্জনের মধ্যে এক ইনস্টাগ্রাম স্টোরিতে সজল আলী লিখেছেন, ‘জীবনের কোনো খবর থাকলে, যদি কখনো (বিয়ে) হয়, তা সরাসরি আমার কাছ থেকেই আসবে।’শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
পাকিস্তানি টিভি ধারাবাহিকের শীর্ষ অভিনেত্রীদের একজন সজল আলী, হামজা সোহাইলও শীর্ষ অভিনেতাদের একজনশিল্পীর ইনস্টাগ্রাম থেকে
একাধিক টিভি ধারাবাহিকে জুটি বেঁধেছেন সজল ও হামজা, পর্দার দুজনের রসায়ন নিয়ে আলোচনা তুঙ্গে