প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫
— ডা. ফাতিমা ইউসুফ
ওসমান… ওসমান… ওসমান—
বিদ্রোহী, বিপ্লবী—এক অমর নাম।
তুমি বেঁচে রবে যুগ হতে যুগান্তরে,
কোটি মানুষের হৃদয়ের প্রান্তরে।
ওসমান… ওসমান… ওসমান—
বিদ্রোহী, বিপ্লবী—এক অমর নাম।
শকুনেরা তোমার দেহ ছিঁড়ে খেতে পারে,
কিন্তু ছুঁতে পারে না—তোমার আদর্শের ধারে।
ওসমান… ওসমান… ওসমান—
বিদ্রোহী, বিপ্লবী—এক অমর নাম।
ইনসাফের স্বপ্নে ছিল তোমার দৃঢ় পদচারণা,
জান্নাত পেয়ে হলে তুমি আল্লাহর প্রিয়জনা।
ওসমান… ওসমান… ওসমান—
বিদ্রোহী, বিপ্লবী—এক অমর নাম।
পরম করুণাময়ের কাছে আমাদের ফরিয়াদ,
জান্নাতের সর্বোচ্চ মাকাম
করুন তিনি তোমায় দান।