১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৯:১৫

প্রিয় ওসমান হাদীর স্মরণে

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫

  • শেয়ার করুন

ডা. ফাতিমা ইউসুফ

 

ওসমানওসমানওসমান

বিদ্রোহী, বিপ্লবীএক অমর নাম।

তুমি বেঁচে রবে যুগ হতে যুগান্তরে,

কোটি মানুষের হৃদয়ের প্রান্তরে।

 

ওসমানওসমানওসমান

বিদ্রোহী, বিপ্লবীএক অমর নাম।

শকুনেরা তোমার দেহ ছিঁড়ে খেতে পারে,

কিন্তু ছুঁতে পারে নাতোমার আদর্শের ধারে।

 

ওসমানওসমানওসমান

বিদ্রোহী, বিপ্লবীএক অমর নাম।

ইনসাফের স্বপ্নে ছিল তোমার দৃঢ় পদচারণা,

জান্নাত পেয়ে হলে তুমি আল্লাহর প্রিয়জনা।

 

ওসমানওসমানওসমান

বিদ্রোহী, বিপ্লবীএক অমর নাম।

পরম করুণাময়ের কাছে আমাদের ফরিয়াদ,

জান্নাতের সর্বোচ্চ মাকাম

করুন তিনি তোমায় দান।

  • শেয়ার করুন