প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫
প্রকাশিত:

মুজিবুর রহমানের কিছু কুকর্মের ছবি
জেলা প্রতিবেদক ঃ
বেগম খালেদা জিয়ার গাড়িবহরে গুলি করা মুজিবুর রহমানকে কিশোরগঞ্জ সংসদীয় আসন- ৫ থেকে দেওয়া হয়েছে বিএনপির মনোনয়ন! এটা কি বেগম খালেদা জিয়াকে গুলি করার পুরস্কার ? নাকি ইন্ডিয়ান লবিকে খুশি রাখতেই এই মনোনয়ন দেওয়া হল ?
১৯৯৮ সালে টিপাইমুখ বাঁধ অভিমুখে লংমার্চে যাওয়ার সময় কাঁচপুর ব্রিজের উপর থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে গুলি চালায় শামিম ওসমান ও বাউন্ডারি ইকবাল ! সেই গুলি করার পুরষ্কার হিসেবে দেওয়া হয়েছে কি ধানের শীষের মনোনয়ন ?
গত নভেম্বর মাসে তিনি ডুবাই সফরে গিয়েছিলেন এবং সেখানে শামীম ওসমানের পরিবারের সাথে ডিনারে হাসিমুখে ছবিতে পোজ দিয়েছেন তিনি!
ডিবি হারুনের ক্যাশিয়ারের সাথে রয়েছে তার বিশেষ ভাব ! পরিবারের আওয়ামী ঐতিহ্য পিলে চমকে উঠার মতই বাস্তবতা ! তবুও কোন সমীকরণে পেলেন ধানের শীষের মনোনয়ন???
এই বাউন্ডারি ইকবালের বিএনপির গডফাদার হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শতকোটির লেনদেনের বিনিময়ে এই মনোনয়ন কিনেছেন বলে দাবি বাউন্ডারি ইকবালের এক বিশ্বস্ত সূত্রের!!!
নেতা জনাব তারেক রহমান, দেশ মাতা দেশ নেত্রী ১৭ কোটি মানুষের হৃদয়স্পন্দ কাতর বেগম খালেদা জিয়া যখন মৃত্যুর সাথে লড়াই করছে তখন তাঁকে গুলি করা সন্ত্রাসীকে দল থেকে মনোনয়ন দেওয়ার কি আলাদা কোন অর্থবহ বার্তা থাকতে পারে ?