হিমু;
তিনজন যুবক বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি গুহায় আশ্রয় নিয়েছিল এবং তখন একটি বড় পাথর তাদের গুহার মুখ বন্ধ করে দেয়। উপায় না দেখে তারা আল্লাহর কাছে তাদের নিজেদের করা সৎকাজের অসিলা করে দোয়া করতে শুরু করে, যা তাদের পাথর সরিয়ে বের হতে সাহায্য করে।
- প্রথম জন:তার বৃদ্ধ মা-বাবাকে সবার আগে দুধ পান করানোর কথা বলে, কারণ সে শিশুদের জাগার আগেই তাদের খাওয়াতো।
- দ্বিতীয় জন:তার ফুফাতো বোনের সাথে ব্যভিচারের চেষ্টা করার সময় তাকে প্রত্যাখ্যান করার কথা বলে, কারণ সে আল্লাহর ভয়ে এমনটি করতে পারেনি।
- তৃতীয় জন:অন্যের প্রতি কোনো অবিচার না করা এবং তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতির কথা বলে।
- হে আল্লাহ তাদের মুক্তি দিয়েছিলেন কারণ তারা প্রত্যেকে তাদের সবচেয়ে আন্তরিক সৎকাজের কথা স্মরণ করে আপনার কাছে দোয়া করেছিল, যা ছিল তাদের একমাত্র উপায়। গুহায় আটকে পড়া তিনজনকেই আপনি আল্লাহ অবশেষে মুক্তি দিয়েছিলেন।
- আল্লাহ আমরা কোটি কোটি মানুষ এক মায়ের “হায়াত দারাজ” এর জন্য বার বার তোমার কাছে তোমার দরবারে হাত তুলে নামাজের শেষে পানা চাই । আল্লাহ আমাদের মধ্যে কোন মানুষই কি কোন সৎ ভালো কাজ ঐ তিন জন মানুষের মত কেহ কি করেনি। কেহ কি ঈমানদার নাই , কেহ কি আল্লাহ তোমার প্রিয় বান্দা নাই, যে তুমি আমাদের দেশনেত্রী, দেশমাতা, জালেমের বিরুদ্ধের প্রতিবাদমুখি মা” মানুষটির হায়াত দারাজ” করতে পারো না।


- সর্বময় ক্ষমতার মালিক তুমি, হায়াত,মৌয়াত, রিযিক. দৌলাত সব কিছুর মালিকতো তুমি। হে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ ঐ জালেমের পতন হয়েছে, বাকি বিচার কার্যটাও শেষ দেখার সুযোগটাও করে দেও, হে আমার “রব”