১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:২৫

অভিযানে জেলেদের হামলায় ম্যাজিস্ট্রেটসহ আহত ১৫, আটক ২৭

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫

  • শেয়ার করুন

জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তাসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে ৬ জন ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে ঘটনাস্থল থেকে হামলায় জড়িত ২৭ জনকে আটক করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা।

নিজস্ব প্রতিনিধি ঃ

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান, মা ইলিশ ধরা বন্ধ করতে শনিবার বিকালে ভোলা সদর,  বরিশালের মেহেন্দী, হিজলা, লক্ষ্মীপুরের রায়পুর ও চাঁদপুরের হাইমচর উপজেলার ৮টি দল নির্বাহী ম্যাজিস্ট্রেটে নেতৃত্বে মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করে। এতে কোস্টগার্ড সদস্যারও ছিলেন। অভিযানকারী দল হিজলা এলাকায় ইলিশ শিকারিদের আটক করতে গেলে সংঘবদ্ধ চক্র তাদের ওপর হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ করে। হামলায় মৎস্য অধিদফতরের উপপ্রকল্প পরিচালক নাসির উদ্দিন ও স্পীডবোট চালক জহিরুল ইসলামসহ ১০ থেকে ১২ জন আহত হন। এর মধ্যে ৬ জনকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পিডি মোল্লা এমদাদুল্যাহ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে হিজলার মেঘনা নদীতে মাছ ধরার খবরে ৪ জেলার সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হামলা চালায় জেলারা। ঘটনাস্থল থেকে তারা ২৭ জনকে আটক করেছে।

অভিযানে ভোলার টিমের নেতৃত্বদানকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম মসিউর রহমান জানান, তার সঙ্গে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তাজবীউল ইসলাম ইসকেমসহ কয়েকজন আহত হয়েছেন। তবে তিনি ঝুঁকিমুক্ত আছেন। আটক করা হয়েছে ২৭ জনকে। তাদের বাড়ি মেহেন্দীগঞ্জ হওয়ায় আইনি ব্যবস্থা নেয়ার জন্য সেখানকার উপজেলা নির্বাহী অফিসার কাছে পাঠানো হয়েছে।

 

  • শেয়ার করুন