প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫
জেলা প্রতিনিধি ঃ
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগঞ্জে এক ক্রোকারিজ ব্যবসায়ীর স্ত্রী ও কলেজছাত্রী মেয়েকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে এ নির্মম ঘটনা ঘটে।
নিহতরা হলেন ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) ও তাদের মেয়ে রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী তানহা আক্তার মীম (১৯)। পরিবারের অভিযোগ, ঘাতকরা বাসা থেকে মুল্যবান জিনিসপত্রসহ প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন বাসায় কেবল মা-মেয়ে থাকাকালীন অজ্ঞাত দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাদের জবাই করে হত্যা করে। বাজার থেকে ফিরে পরিবারের সদস্যরা রাত ১০টার দিকে বাড়িতে দুটি লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরুর কথা নিশ্চিত করেন। তিনি জানান, ঘাতকরা স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়েছে।
উল্লেখ্য, গত ১৩ মে একই ইউনিয়নের কালুপুর গ্রামে এক নারীকে গলা কেটে হত্যার মামলা রামগঞ্জ থানায় দায়ের করা হয়।