১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:২১

ভাড়াটে সেজে মুঠোফোন চুরি চক্রের তিন নারী গ্রেফতার

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা ঃ

 বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঢুকে দামি মোবাইল ফোন হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ নারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- তিশা আক্তার (২১), ঈশা আক্তার (১৮) ও জেসমিন (৪২)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ২৫ সেপ্টেম্বর শাহজাহানপুরে একটি ফ্ল্যাটে কৌশলে চুরি করতে গিয়ে তিশা ও ঈশাকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৭ অক্টোবর রাতে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে থেকে চক্রের আরও এক সদস্য জেসমিনকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, ৬ সেপ্টেম্বর তিশা ও ঈশা ধানমন্ডি ৬ নম্বর রোডের একটি বাসায় ভাড়াটে সেজে ঢুকে তিনটি দামি মোবাইল ফোন চুরি করেন। পরে ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি ৫ নম্বর রোডের আরেকটি বাসা থেকে একই কায়দায় আরও একটি মোবাইল চুরি হয়। এসব ঘটনায় ধানমন্ডি থানায় দুটি মামলা দায়ের করা হয়।

গ্রেফতার দুই নারীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে চক্রের অন্য সদস্য জেসমিনের নাম পাওয়া যায়। তিনজনই রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, সবুজবাগসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একই কৌশলে বাসা থেকে দামি মোবাইল ও জিনিসপত্র চুরি করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

  • শেয়ার করুন