১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৮:৫১

গুমের ঘটনায় হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ

 

ক্ষমতাচ্যুত হওয়ার আগমুহূতের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত আলোচিত গুমের ঘটনায় প্রথমবারের মতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিম এ অভিযোগপত্র জমা দেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী মানোয়ার হোসেন (এম এইচ) তামিম।

তিনি বলেন, ‘আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-১ এ গুমের অভিযোগে দুটি ফরমাল চার্জ দাখিল হয়েছে। একটিতে গুমের (টিএফআই) ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৭ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। অন্যটিতেও গুমের (জেআইসি) ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৩ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে।’

এর আগে গত ৬ অক্টোবর গুমের মামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে চিফ প্রসিকিউটর বলেছিলেন, ‘খুব তাড়াতাড়ি এ সপ্তাহের মধ্যে বেশ অনেকগুলো ঘটনার কথা বলেছি। অনেকগুলো ঘটনা ঘটবে, আপনারা দেখবেন। আমরা আজকে এ ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না।’

তদন্ত শেষ হয়েছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘গুমের মামলা তো অনেক, সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন এই সপ্তাহে দাখিল হবে। এটা যেহেতু জটিল মামলা, সে জন্য খুব খুঁটিনাটি বিষয় চেক করছি। তদন্তে প্রতিবেদন এই সপ্তাহে পেয়ে যাবেন।’

মামলায় শেখ হাসিনা প্রধান আসামি কি না- এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, ‘বাকিটুকু দেখতে পাবেন।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন থানায় শতাধিক মামলা দায়ের হয়। হত্যা ও গুমসহ কয়েকটি মামলা দায়ের হয়েছে আন্তর্জাতিক অবরাধ ট্রাইব্যুনালেও।

 

  • শেয়ার করুন