প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫
ডেক্স ঃ
বাংলাদেশি শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত হয়েছে ‘নিউকামার গেট টুগেদার ও মিলনমেলা’।
ভলেন্টিয়ার স্কোয়ার ডেনমার্কের (ভিএসডি) উদ্যোগে বেলাহয় মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কোপেনহেগেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করীম।
খেলাধুলা, আলোচনা, মধ্যাহ্নভোজসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানটি বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।
ভিএসডির সহ সভাপতি এরশাদুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিএসডির সভাপতি রাকিবুল ইসলাম আজহারী। অন্যদের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের সভাপতি ওমর ফারুক, কমিউনিটির সিনিয়র সদস্য মীর মো. ফারুক পুরাতন শিক্ষার্থী ফারাদ ইসমাত আরাবী, নতুন শিক্ষার্থী সামিয়া হাসান মিতু বক্তব্য দেন।
রাষ্ট্রদূতকে কাছে পেয়ে শিক্ষার্থীরা তাদের সাম্প্রতিক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
রাষ্ট্রদূত তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ নিয়ে যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে শিক্ষার্থীদের ভালো রেজাল্ট, ব্যবহার ও কাজে তার প্রতিফলনের মাধ্যমে তার জবাব দিতে হবে। এসময় তিনি যেকোনো ধরনের সমস্যায় বাংলাদেশ অ্যাম্বাসি শিক্ষার্থীদের পাশে থাকবে বলে জানান।