৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:৩৬

টিভি দেখতে দেখতেই ব্রেন স্ট্রোক সায়ন্তনী মল্লিকের!

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫

  • শেয়ার করুন

বিনোদন ডেস্ক: ছিল না কোনওরকম শারীরিক অসুস্থতা। একেবারে সুস্থসবল মানুষ, ছোটাছুটি করে শুটিং করেন। সেই অভিনেত্রীই কিনা এবার বাড়িতে টিভি দেখতে দেখতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত! সদ্য ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের কাজ শেষ করেছেন সায়ন্তনী মল্লিক।

গত বুধবার নিজ বাসায় নিশ্চিন্তে বসে টেলিভিশন দেখছিলেন। কল্পনা করতে পারেননি যে মুহূর্তের মধ্যেই এমন একটা ঘটনা ঘটবে।

টিভি দেখতে দেখতেই শরীরে অস্বস্তি শুরু হয় সায়ন্তনীর।

এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান তার স্বামী, অভিনেতা ইন্দ্রনীল।
প্রাথমিক পরীক্ষার পর জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণের জেরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সায়ন্তনী।

তিন দিন হাসপাতালে থাকার পর চিকিৎসা শেষে গতকাল রবিবার ছাড়া পেয়ে বাড়িতে এসেছেন তিনি। চিকিৎসক তাকে বিশ্রামে থাকার নির্দেশনা দিয়েছেন।

তার স্বামী ইন্দ্রনীল জানিয়েছেন, ডাক্তার কড়া কোনো নিয়মে থাকার পরামর্শ না দিলেও সায়ন্তনীকে ১৫ দিন পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন।

টেলিপর্দার তারকাদম্পতির আশঙ্কা, ভাগ্যিস শুটিংয়ে গিয়ে এ ধরনের ঘটনা ঘটেনি। নাহলে বেশি সমস্যায় পড়তে হতো। যার জন্য ঈশ্বরকে ধন্যবাদও জানিয়েছেন সায়ন্তনী-ইন্দ্রনীল।

সদ্য সোশাল মিডিয়ার পাতায় হাসপাতাল থেকে একটি ছবি শেয়ার করে স্বামীকে ধন্যবাদ জানিয়েছেন সায়ন্তনী। দেখা গেল, অভিনেত্রীর পরনে হাসপাতালের পোশাক। চোখেমুখে অসুস্থতার ছাপ! পোস্টে লেখা- ‘তোমাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব হতো না বর। ঈশ্বরকে ধন্যবাদ।’

  • শেয়ার করুন