৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৮:২২

শিরোনাম
জাতীয় নির্বাচনকে ডাকসুর সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ডাকসু নির্বাচন গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা : আসিফ নজরুল ডাকসুর মধ‍্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠল বাংলাদেশ : উপদেষ্টা ফারুকী ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হোক : উপদেষ্টা আসিফ প্রযুক্তিনির্ভর বন নজরদারিতে যাচ্ছে বাংলাদেশ মিঠামইন প্রকল্পসহ বেশকিছু ইউজলেস প্রকল্প নেওয়া হয়েছিল:নৌপরিবহন উপদেষ্টা ডাকসু নির্বাচন: আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কেউ অস্ত্র বহন করতে পারবেন না ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না : সেনাবাহিনী ঢাবি প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

বেশী মানুষের মাঝে নার্ভাস হয়ে যাই: সাবিলা নূর

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫

  • শেয়ার করুন

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক, বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। শোবিজাঙ্গনে লম্বা সময়ের এই পথচলায় কেবল সিনেমায় নাম লেখানো বাকি ছিল সাবিলার।

সেই অপূর্ণতাটুকুও পূর্ণ হয়েছে। প্রথমবারের মতো ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার এক পডকাস্টে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।

পডকাস্টে সাবিলা নূর জানান, তিনি ইন্ট্রোভার্ট। তার কথায়, ‘যারা হয়ত আমাকে ব্যক্তিগত ভাবে চেনেন না। আমি শুরু থেকেই এরকম কিছুটা ইন্ট্রোভার্ট এবং অনেক স্পেশে গেলে হয়তো বা নার্ভাস হয়ে যায়।’

তিনি বলেন, ‘কিংবা একটু কনফিউজ থাকি বা একটু ভয়ে থাকি সেটা আসলে ভাব বা কিছু না। আমি ইন্ট্রোভার্ট দেখে হয়ত আমার একটু সময় লাগে একটা জায়গায় মানিয়ে নিতে। কিন্তু ব্যক্তিগত ভাবে যখন কারো সাথে ক্লোজ হই তখন আমি একেবারে ভিন্ন একজন মানুষ।’

অভিনেত্রীর ভাষ্যে, ‘আমি এখন ভালো একটা সিনেমা করেছি, আমাকে মানুষজন দেখছেন বা পছন্দ করছেন। হয়ত একবছর পরে আমার যদি ভালো কোনো কাজ না আসে হয়ত আমাকে মনে রাখবে না।’

  • শেয়ার করুন