প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫
বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি টানা ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে। আগামী বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত জেলার সর্বত্র এলাকায় হরতাল পালিত হবে।
জরুরি সেবা হরতালের বাইরে থাকবে
সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা জানিয়েছেন, হরতাল চলাকালীন জেলার সব দোকানপাট, মার্কেট, স্কুল-কলেজ, মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠান এবং যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধ পরিবহনের গাড়ি, পুলিশের গাড়ি ও সেনাবাহিনীর টহলকৃত গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।
মংলা বন্দর ও নির্বাচন অফিস বন্ধ থাকবে
এছাড়া হরতাল চলাকালীন মংলা বন্দর, বাগেরহাট কোর্ট এবং জেলার সব নির্বাচন অফিস বন্ধ থাকবে। সর্বদলীয় ঐক্য কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, হরতালের সময় এসব অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হবে।
আসন বহালের দাবি
সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক বলেন, “বাগেরহাট জেলার মানুষের প্রাণের দাবি, চারটি সংসদীয় আসন বহাল রাখতে হবে। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
সাধারণ মানুষের উদ্বেগ
এদিকে টানা ৪৮ ঘণ্টার হরতালের কারণে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ, পরিবহন ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে পারেন জেলার সাধারণ মানুষ। তবে দাবি আদায়ের আন্দোলনে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।