প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫
বিনোদন ডেস্ক: না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউড অভিনেতা আশীষ ওয়ারঙ্গ। অজয় দেবগন, অক্ষয় কুমারের সঙ্গে বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নির্মাতা অরীন পাল।
অরীন পাল সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আশীষ ওয়ারঙ্গের মৃত্যুর খবরে আমি শোকস্তব্ধ। তার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল আমার। তার আত্মার শান্তি কামনা করি।’ রোহিত শেঠি পরিচালিত ‘সূর্যবংশী’ সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করছেন তিনি।
বলিউডের একাধিক বিখ্যাত সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন আশীষ। দর্শকের মনে ছাপ ফেলেছে তার অভিনয়। ২০১৫ সালের জনপ্রিয় ‘দৃশ্যম’ সিনেমায় অজয় দেবগণের সঙ্গে অভিনয় করেছিলেন। ‘এক ভিলেন রিটার্নস’, ‘সার্কাস’, ‘মরদানি’র মতো অজস্র সিনেমায় কাজ করেছেন তিনি। এ ছাড়া ২০১৯ সালের ‘দ্য ফ্যামিলি ম্যান’র প্রথম সিজনেও দেখা গিয়েছিল তাকে। কী কারণে মৃত্যু হয়েছে অভিনেতার, এখনো জানা যায়নি।