প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক: অভিনয়ের পাশাপাশি তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন যে, একজন শিল্পী সমাজের প্রতি নানাভাবে দায়বদ্ধ। আর তা আরও একবার প্রমাণ করে দিলেন অভিনেতা সোনু সুদ। এবার পাঞ্জাবের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন তিনি। পাঞ্জাবের বন্যায় বিপর্যস্ত গ্রামগুলিতে ইতিমধ্যেই ত্রাণ পৌঁছেছেন সোনু।
পাঞ্জাবে ত্রাণ পৌঁছাতে গিয়ে অমৃতসারের বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন সোনু। এ ক্ষেত্রে যা সব থেকে বেশি চোখে পড়ে ও তার অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করে তা হলো প্রচারবিমুখ হয়ে বারবার সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এবারেও তার ব্যতিক্রম হলো না।
সঙ্গে নেই কোনো ক্যামেরা, নেই কোনো নিরাপত্তারক্ষী। একেবারে সাদামাটা আর পাঁচটা মানুষের মতো সোনু শুধু মানুষ হয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়ালেন।
ভারতীয় এক সংবাদমাধ্যমে সোনু জানিয়েছেন, তিনি সুলতানপুর, লোধি, ফিরোজপুর, আজনালার মতো জায়গাগুলোতে ত্রাণ পৌঁছে দিচ্ছেন।
তিনি বলেছেন, “এখানে প্রাকৃতিক অবস্থা খুবই খারাপ।
আমি নিজে সব জায়গাগুলোতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে চাইছি। বহু মানুষের জীবন বিপন্ন। জীবিকা হারিয়ে, বাসস্থান হারিয়ে মানুষের চোখে এখন শুধুই শূন্যতা, প্রশাসনের সাহায্য যেমন এক্ষেত্রে দরকার তেমনই দরকার আরও পাঁচটা মানুষের সাহায্যের হাত। এটা একটা অনেক বড় দায়িত্ব। পাঞ্জাবকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে অনেকটা পথ পেরোতে হবে।
আমি বন্যাদুর্গতদের পাশে আছি। তারা এই বিপর্যয়ে একা নন।”
এর আগে করোনাকালীন সময়ে যখন দেশের বিভিন্ন প্রান্তে নানা সমস্যার শিকার হয়েছেন একাধিক মানুষ তখনও সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে নজির গড়েছিলেন সোনু।