১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৯:১৬

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময়সীমা ৬ দিন বাড়ল

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫

  • শেয়ার করুন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঃ

২০২৫২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) ১৯টি সাধারণ এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা ছয় দিন বৃদ্ধি করা হয়েছে। আজ বুধবার গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার কোর কমিটির এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সূচি ২৪ ডিসেম্বর রাত ১২টায় শেষ হওয়ার কথা ছিল। এর পরিপ্রেক্ষিতে গতকাল ২৩ ডিসেম্বর গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার কোর কমিটির ২০২৫-২০২৬ সালের চতুর্থ সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্বসম্মতভাবে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা ২০২৫-২৬-এর আবেদনের সময়সূচি আগামী ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৭ মার্চ সি ইউনিটের পরীক্ষার মাধ্যমে। এরপর ৩ এপ্রিল বি ইউনিট এবং ১০ এপ্রিল এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তিতে এবারও সেকেন্ড টাইম চান্স রাখা হয়েছে। ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি/সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

 

  • শেয়ার করুন