১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৯:২০

ইশ্বরগঞ্জে জুলাই যোদ্ধাকে অপদস্ত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫

  • শেয়ার করুন

  ঈশ্বরগঞ্জ হাসপাতাল।

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি ঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ হাসপাতালে সেবা নিতে আসা এক জুলাই যোদ্ধাকে অপদস্তের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। রোববার এ ঘটনার প্রতিকার চেয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন জুলাই যোদ্ধা মতি মিয়া।

ওই লিখিত অভিযোগে জানা যায় শনিবার উপজেলার জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামের রমজান আলীর পুত্র জুলাই তালিকাভুক্ত (১১৫৪৮) মতি মিয়া তার বাক প্রতিবন্ধী বড় ভাইয়ের স্ত্রী মাজেদা আক্তার ও দৃষ্টি প্রতিবন্ধী নাতি আমির হামজাকে নিয়ে হাসপাতালের ১৩ নম্বর কক্ষে প্রতিবন্ধী সনাক্তকরণ ফরমে স্বাক্ষর নিতে গেলে চিকিৎসক তার সাথে দুর্ব্যবহার করে রুম থেকে বের করে দিয়ে তাদের ৬ নং রুমে যেতে বলেন।

পরে তিনি সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদের সঙ্গে ‘কুকুরের মতো ব্যবহার’ করে বের করে দেয় বলে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন।

ওই ভুক্তভোগী মতি মিয়া কান্না বিজড়িত কণ্ঠে বলেন, ডাক্তারদের এমন আচরণে আমার দুচোখ বেয়ে পানি ঝরছিলো। আমি তাদের আচরণে খুবই কষ্ট পেয়েছি।

 

এ সম্পর্কে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. ফয়সাল এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন ঘটনাটি যদি এমনি হয় তাহলে খুবই দুঃখজনক। অভিযোগের বিষয়টি জেনে তিনি ব্যবস্থা গ্রহণ করার কথা জানান।

  • শেয়ার করুন