প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫
ডেক্স ঃ
রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
সকাল ১০টায় র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে রাজউক আওতাভুক্ত এলাকায় ‘নির্মিত বা নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাংক বা সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন’ বিষয়ক অংশীজনের সভা অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বিএনপির কর্মসূচি
সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পিরোজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দুপুর ১২টায় আমরা বিএনপি পরিবার আদাবরে ঢাকা হাউজিং মসজিদ এলাকায় কিডনি রোগে আক্রান্ত ভ্যানচালক আব্দুর রাজ্জাকের খোঁজ-খবর নিতে যাবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।