১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১:৪২

শিরোনাম
জাতীয় নির্বাচনকে ডাকসুর সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ডাকসু নির্বাচন গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা : আসিফ নজরুল ডাকসুর মধ‍্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠল বাংলাদেশ : উপদেষ্টা ফারুকী ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হোক : উপদেষ্টা আসিফ প্রযুক্তিনির্ভর বন নজরদারিতে যাচ্ছে বাংলাদেশ মিঠামইন প্রকল্পসহ বেশকিছু ইউজলেস প্রকল্প নেওয়া হয়েছিল:নৌপরিবহন উপদেষ্টা ডাকসু নির্বাচন: আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কেউ অস্ত্র বহন করতে পারবেন না ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না : সেনাবাহিনী ঢাবি প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

হোটেলে বসেই রণক্ষেত্র নেপালকে দেখছেন ফুটবলাররা

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫

  • শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক: হিমালয়ের দেশ নেপালে চলমান বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় স্থগিত হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফিরতি ফ্লাইট। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ৩টায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ফেরার কথা থাকলেও দেশটির অস্থির পরিস্থিতিতে সব ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ফলে দলটির আজকের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। এ অবস্থায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল থেকে আজ দেশে ফিরতে পারছে না।

এর আগে মঙ্গলবার বেলা ৩:০০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 0372 ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে যাত্রা স্থগিত করা হয়।

বিকেল সাড়ে তিনটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, ‘নেপালে বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আজকের বাংলাদেশে যাত্রা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, নেপালে বাংলাদেশের দূতাবাস এবং অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (ANFA) খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি পর্যবেক্ষণ করছে।

স্থানীয় কর্তৃপক্ষ অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (ANFA) এবং বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে যে আমাদের দল তাদের বর্তমান অবস্থানে সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত আছে। আমরা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক দৃষ্টি রাখছি এবং এ বিষয়ে আমাদের পরবর্তী পদক্ষেপ সবাইকে জানিয়ে দেওয়া হবে।’

 

  • শেয়ার করুন