১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১০:৪৬

আমি জানি আমার এ লেখা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোন কাজে আসবে না। হয়তো কেহ পড়বে না

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫

  • শেয়ার করুন

হিমু;

আমি জানি আমার লেখা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের  কোন কাজে আসবে না। হয়তো কেহ পড়বে না তবুও লেখছি নেত্রীকে, দলকে ভালোবাসি বলে।

এক কাপড়ে ম্যাডামকে বের করে দেয় আওয়ামী সরকার, আমি গাড়ি চালিয়ে নিয়ে যাই: গাড়িচালক  নুরুল  আমিন।
এই লোকটা যা বলছে তা শত % সত্য। এরপরও দেশের লোকদের ছেড়ে আপোষহীন নেত্রী অন্য দেশে যায়নি। দলীয় লোকদের থেকে দূড়ে থাকেননি। অথচো সেই দলের বেশ কিছু মোনাফেকরা আওয়ামীলীগের সাথে হাত মিলিয়ে নানান ধরনের সুযোগ নিয়েছে । আবার ৫ আগস্টের পর স্বৈরাচারি সরকার পালাইয়া গেলেও তাদের চামচাদের , খুনিদের সাথে হাত মিলিয়ে তাদের পুর্নবাসনের চেষ্টা করছে। অনেক আপনার দলীয় নেতারাই ঐ নির্যাতন, খুনিদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাদের বিচারের কাছ থেকে দূড়ে রাখছে , তারা ভালো বলে সাফাই গাইছে। আর ঐ আপোষহীন নেত্রী এইসব মোনাফেকদের লালন পালন করতে গিয়েই আজ ধুকে ধুকে নিজের জীবন শেষ করে দিলেন। চলেগেলেন পরোপারে না ফেরার দেশে। তবুও ঐসব মোনাফেকরা বুঝলেন না ঐ আপোষহীন নেত্রীর মর্মতা।  যে হারিয়েছে মা-বাবাকে ও ছোট  ভাইকে সে বুঝে তার কলিজায় কত ব্যাথা। আমি ক্ষুদ্র মানুষ ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনুরোধ করবো আপনি কঠোর থেকে কঠোর হন। চোখ-কান খোলা রেখে রাজনৈতিক কাজগুলি বিচক্ষন বুদ্ধি দিয়ে ভেবে চিন্তে সমাধান করুন। মায়ের সাথে যারা খারাপ আচরন করেছে, যারা মায়ের সাথে মোনাফেকি করেছে তাদের চিহ্নিত করুন। তাদের থেকে দূরে থাকুন, তাদের সাথে চিন্তা করে কথা বলুন।  কারন আপনার আর কিছু হারাবার নেই।

  • শেয়ার করুন