প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫
প্রকাশিত:
নিজ্স্ব সংবাদদাতা ঃ
ঢাকা : খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যার তিব্র প্রতিবাদ জানিয়েছেন ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি জাকির হোসেন ও সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় সংগঠনের কার্যালয়ে সভাপতি ও সাধারন সম্পাদকসহ অন্যান্য সদস্যদের এক যৌথ বিবৃতিতে এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও খুনিদের অতি দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয়।
সংগঠনের সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবির বলেন, খুলনার আড়ংঘাটা প্রেস ক্লাবের সেক্রেটারি সাংবাদিক এমদাদুল হক মিলনকে ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে গুলি করার এই মর্মান্তিক ঘটনাটি অত্যন্ত বেদনার । যা বাক-স্বাধীনতার উপর হামলা ও দেশ গণতান্ত্রিক উত্তরণের বাঁধা সৃষ্টির পরিকল্পনা। অতিদ্রুত এই সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
এ হত্যাকাণ্ডে স্থানীয় সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। অতিদ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।