প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক ঃ

কক্সবাজারের চকরিয়ায় বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।
আটক নারীর নাম খুরশিদা বেগম (৩৬)। তিনি চকরিয়া পৌরসভার মধ্যম পালাকাট এলাকার নুরুল হকের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়া এলাকায় অভিযান চালায় চকরিয়া থানা পুলিশের একটি দল। এ সময় অস্ত্র ও গুলি বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার অভিযোগে ঐ নারীকে আটক করা হয়।
পরে আটক নারীর তথ্য মতে, চকরিয়া পৌরসভার পালাকাটা ইমাম উদ্দিন পাড়ার বাসিন্দা তার জামাতা বাপ্পীর বসতঘরে পুলিশ অভিযান চালায়। এ সময় বাপ্পীর শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়।