প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫
প্রকাশিত:

নিজস্ব সংবাদদাতা ঃ
জাতীয় ঐক্যের প্রতীক, আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিল। উপস্থিত ছিলেন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহিন, সহ-সভাপতিদ্বয় যথাক্রমে খাইরুল বাশার ও এ কে এম মহসিন মহাসচিব কাদের গনি চৌধুরী, সাবেক মহাসচিব এম এ আজিজ ঢাকা সাংবাদিক ইউনিয়ন ( ডিইউজের) সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারী খুরশীদ আলম, সহ-সভাপতি রাশেদুল হক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এর সভাপতি আবু সালে আকন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, এনটিভির পরিচালক নুরুদ্দিন নুরুসহ বিভিন্ন সাংবাদিক ও সাহিত্যিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।