প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক ঃ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ( মূসক বাস্তবায়ন ও আইটি ) শীর্ষ দুর্নীতিবজ মোহাম্মদ বেলাল হোসাইনের নামে দুদক মামলা করেছে।মামলা হওয়ার পরও তাকে কর্তৃপ্ক্ষ বরখাস্ত না করে বরং লোভনী স্থান কাস্টমস, এক্সাইজ ও মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে আপিল ট্রাইব্যুনালের বর্তমান প্রেসিডেন্ট মো. লুৎফর রহমানকে তার স্থলে দেওয়া হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।
অপর এক আদেশে আজই জাতীয় রাজস্ব বোর্ডে কর্মরত বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডারের এই কর্মকর্তাকে তার বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড থেকে অবমুক্ত করা হয়েছে।
এর আগে গতকাল ৭ অক্টোবর জ্ঞাত আয়ের উৎসের বাইরে প্রায় ৫ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক।সংস্থাটির উপপরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২), ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।
আসলে মামলাটি কি আমজনতাকে দেখানোর জন্য না,ন্যায় বিচারের দাবী প্রসঙ্গে। সংশ্লিষ্ট সুত্র মতে পাওয়া যায় মামলাটি করা হয়েছে সুধু সাময়ীক উত্তপ্তকে ঠান্ডা করার জন্য। বেল্লালের দুইজন আত্বীয় দুদকের অফিসার পদে চাকরি করছেন। তারা এই মামলা থেকে মুক্তি দিতে বেল্লালকে নানান ধরনের কৌশল অবলম্বন করছেন।যার ফলে রাজস্ব বোর্ডের জনৈক কর্মকর্তাকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে সাময়ীক বরখাস্ত বাদ দিয়ে আরও লোভনীয় স্থানে বদলী করানো হয়েছে ।
মামলায় তার বিরুদ্ধে ৪ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৭১৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনেরও অভিযোগ আনা হয়েছে। চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীর বিদেশ গমন রোধে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।