প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক ঃ
রাজধানীর মুগদায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা করেছে মাদক কারবারীরা। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহতের ঘটনায় তিন নারীসহ ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ।
বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যায় মুগদার মদিনাগর এলাকায় একটি বস্তিতে এই হামলার ঘটনা ঘটে।আহত এসআই মো. রাসেল মিয়া বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় মুগদার মদিনাগর এলাকায় একটি বস্তিতে মাদকবিরোধী অভিযান করে মুগদা থানা পুলিশ। অভিযানের সময় এসআই রাসেল মিয়া একজন মাদক কারবারিকে আটক করলে আরেকজন মাদক কারবারি তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত হয়ে গুরুতর আহত হন ।ঘটনার পরপরই পুলিশ এলাকায় অভিযান চালিয়ে তিন নারীসহ মোট ১০ জনকে গ্রেফতার করে।মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার পরই আমরা অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছি। গ্রেফতারদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।