প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫
বিনোদন ডেস্ক : অভিনয় থেকে রাজনীতির অঙ্গনে নাম লেখানোর গল্পটা পুরনো। অনেকেই অভিনেতা থেকে হয়েছেন নেতা। সংসদে গেছেন জনপ্রতিনিধি হয়ে। তবে বিপুল ভোটে জিতেও রাজনীতি ত্যাগ করেছেন এমন মানুষ হাতে গোনা কয়েকজন। তাঁদের মধ্যে অন্যতম বলিউড মহাতারকা অমিতাভ বচ্চন।
সম্প্রতি ‘কেবিসি ১৭’-তে এই নিয়ে মুখ খুলেছেন বর্ষীয়ান অভিনেতা। রাজনীতিকে ‘কঠিন কাজ’ বলে দাবি করেছেন তিনি।
অমিতাভ বলেন, আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম আবেগপ্রবণ হয়ে। আমার জন্মস্থান হল এলাহাবাদ। সেখানকার মানুষ আমাকে খুবই ভালবাসতেন। আমি ভোট পেয়ে নির্বাচনে জিতেছিলাম।
কিন্তু কিছু দিন রাজনীতিতে থেকেই বুঝেছিলেন, এই কাজটি বেশ কঠিন। তিনি বলেন, কয়েকদিন পর থেকেই বুঝতে পারি, বেশ কঠিন বিষয় এটা। এ দিক দেখতে হবে, ও দিক দেখতে হবে, এর কথা শুনতে হবে, উত্তর দিতে হবে— নানা বিষয় রয়েছে। খুব কঠিন!
তবে রাজনীতিতে ওই অল্প দিনের অভিজ্ঞতাতেই অমিতাভ বুঝেছিলেন, ভারতের প্রত্যন্ত গ্রামের মানুষের জীবনযাপন কেমন। অমিতাভ বলেন, ওই দুই বছর আমার জন্য খুব দামি। গ্রামের মানুষের জীবনটাকে কাছ থেকে দেখেছিলাম। নির্বাচনে নতুন কেউ লড়তে এলেই, ওরা অনেক সম্মান দেন।
উল্লেখ্য, ১৯৮৪ সালে ভারতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলেন অমিতাভ। সেই বছরই লোকসভা নির্বাচনে যোগ দিয়েছিলেন তিনি এবং বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। বিরোধী পক্ষকে বড় ব্যবধানে হারিয়েছিলেন তিনি। অমিতাভের জয়কে বলিউডেও সেই সময়ে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়েছিল। কিন্তু ১৯৮৭ সালে আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়েছিল তার। সেই সময়েই রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।