৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৪:৪৭

শিরোনাম
জাতীয় নির্বাচনকে ডাকসুর সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ডাকসু নির্বাচন গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা : আসিফ নজরুল ডাকসুর মধ‍্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠল বাংলাদেশ : উপদেষ্টা ফারুকী ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হোক : উপদেষ্টা আসিফ প্রযুক্তিনির্ভর বন নজরদারিতে যাচ্ছে বাংলাদেশ মিঠামইন প্রকল্পসহ বেশকিছু ইউজলেস প্রকল্প নেওয়া হয়েছিল:নৌপরিবহন উপদেষ্টা ডাকসু নির্বাচন: আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কেউ অস্ত্র বহন করতে পারবেন না ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না : সেনাবাহিনী ঢাবি প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

সোনাইমুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ধরা পড়ল দুদকের অভিযান

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫

  • শেয়ার করুন

 

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় অনিয়ম ও রোগী হয়রানির অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালী এক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।

 

সোমবার দুদকের একটি টিম ছদ্মবেশে হাসপাতালে গিয়ে রোগীদের সেবা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে।

এ সময় দেখা যায়, পর্যাপ্ত ওষুধ মজুদ থাকা সত্ত্বেও রোগীদের তা সরবরাহ করা হচ্ছে না, বরং বাইরে থেকে কিনে আনতে বাধ্য করা হচ্ছে। তা ছাড়া, নিয়ম অনুযায়ী ওষুধ মজুদের তালিকা জনসম্মুক্ষে প্রদর্শনের বাধ্যবাধকতা থাকলেও অভিযানকালে হালনাগাদ তালিকা পাওয়া যায়নি।

অভিযানে রোগীদের খাবারেও অনিয়ম ধরা পড়ে। নির্ধারিত ৯০ গ্রামের পরিবর্তে মাত্র ৪০-৫০ গ্রাম রান্না করা মাংস পরিবেশন করা হচ্ছিল। এসব অনিয়মের বিষয়ে দুদক টিম সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়। অভিযান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানানো হয়।

দুদক নোয়াখালীর উপসহকারী পরিচালক মো. জাহেদ আলম হিডেন নিউজকে অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছি। অভিযানে নানা অনিয়ম পেয়েছি। কিছু নথিপত্র সংগ্রহ করেছি। নথিপত্র পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে। কমিশন অনিয়ম-দুর্নীতির বিষয়টি প্রকাশ করবে এবং ব্যবস্থা নেবে।

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইসরাত জাহান হিডেন নিউজকে বলেন, আমরা সেবার মান উন্নয়নে কাজ করছি। দুদকের পাওয়া অনিয়মগুলো উড়িয়ে দেওয়ার কিছু নেই৷ আমাদের জনবলের সংকট প্রকট। ফলে কিছু অনিয়ম তৈরি হয়েছে। স্বল্প জনবল নিয়ে একরকম লড়াই করে দিনাতিপাত করছি। আমাদের গ্যাপগুলো যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছায় তাহলে তারা দ্রুত ব্যবস্থাগ্রহণ করবেন।

  • শেয়ার করুন