১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৮:৫১

শিক্ষক-কর্মকর্তাদের উপঢৌকন গ্রহণে কঠোর অবস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫

  • শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক ঃ

অধিভুক্ত কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষককর্মকর্তাদের উৎকোচ বা আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জারি করা এক প্রজ্ঞাপনে স্পষ্টভাবে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কাজে কলেজে গেলে  তাদের ভ্রমণ ও সম্মানীর সব ব্যয় বহন করবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল। এ অবস্থায় কোনো প্রতিষ্ঠান যদি প্রতিনিধিদলকে অতিরিক্ত আর্থিক সুবিধা দেয় বা কোনো কর্মকর্তা তা গ্রহণ করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলকে আর্থিক সুবিধা বা  উৎকোচ ,উপঢৌকন প্রদানের অভিযোগ পাওয়া যাচ্ছে। অথচ বিধি অনুযায়ী এসব কাজের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের টিএ, ডিএ বা সম্মানী বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকেই প্রদান করা হয়। এমন অবস্থায় কোনো কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলকে আর্থিক সুবিধা বা সন্মানি দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। একইভাবে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা কর্মকর্তা এ ধরনের সুবিধা গ্রহণ করলে তার বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এমন আদেশ জারি করা হয়েছে। আর প্রজ্ঞাপনটিও অধিভুক্ত সব কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

  • শেয়ার করুন