৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১১:১৩

ম্যানসিটি ছেড়ে তুর্কি ক্লাবে ব্রাজিলের এদেরসন, দোন্নারুম্মার পথ পরিষ্কার

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫

  • শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়নস লিগ জয়ী গোলরক্ষক এদেরসন বিদায় নিয়েছেন প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার সিটির ঘর থেকে। ব্রাজিলিয়ান এই তারকা প্রায় ১৬ মিলিয়ন ডলার ট্রান্সফার ফিতে যোগ দিয়েছেন তুরস্কের ক্লাব ফেনারবাচে।

সিটি থেকে বিদায়ের ঘোষণা দিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন ৩১ বছর বয়সী এই গোলরক্ষক। তিনি লেখেন, ‘পেপ গার্দিওলার অধীনে আমরা শুধু ইংল্যান্ড নয়, ইউরোপও জয় করেছি। আট বছর আগে বড় স্বপ্ন নিয়ে ম্যানচেস্টারে এসেছিলাম, তবে যা পেয়েছি তা কল্পনার বাইরে। আমি পরিবার নিয়ে সিটি ছাড়ছি, কিন্তু এখানে রেখে যাচ্ছি আমার আরেকটি পরিবার। আমি সবসময় ব্লু (সিটি) থাকব।’

২০১৭ সালে বেনফিকা থেকে আসার পর সিটির হয়ে ৮ মৌসুমে তিনি জিতেছেন ছয়টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ১৪টি শিরোপা। তার নির্ভরযোগ্য পারফরম্যান্সই সিটির সোনালী সময়ের অন্যতম ভিত্তি ছিল।

এদিকে এদেরসনের শূন্যস্থান পূরণে তড়িঘড়ি করে নতুন গোলরক্ষক দলে নিচ্ছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ গণমাধ্যম ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, পিএসজি থেকে ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে আনছে তারা। সম্ভাব্য ট্রান্সফার ফি ধরা হয়েছে ২৬ মিলিয়ন পাউন্ড।

 

  • শেয়ার করুন