৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৮:২২

শিরোনাম
জাতীয় নির্বাচনকে ডাকসুর সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ডাকসু নির্বাচন গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা : আসিফ নজরুল ডাকসুর মধ‍্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠল বাংলাদেশ : উপদেষ্টা ফারুকী ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হোক : উপদেষ্টা আসিফ প্রযুক্তিনির্ভর বন নজরদারিতে যাচ্ছে বাংলাদেশ মিঠামইন প্রকল্পসহ বেশকিছু ইউজলেস প্রকল্প নেওয়া হয়েছিল:নৌপরিবহন উপদেষ্টা ডাকসু নির্বাচন: আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কেউ অস্ত্র বহন করতে পারবেন না ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না : সেনাবাহিনী ঢাবি প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

এস্তোনিয়ার জালে ৫ গোল ইতালির

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫

  • শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচ এস্তোনিয়াকে ৫–০ গোলে উড়িয়ে দিয়েছে ইতালি।

শুক্রবার ইতালির গেউইস স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে গোলের বন্যা বয়ে যায়। এই অর্ধেই সবগুলো গোল হয়। ৫৮ মিনিটে মোয়েজে কিন এর দুর্দান্ত শটে গোলশূন্যতার অবসান ঘটে ইতালির। এরপর খেলার পুরো নিয়ন্ত্রণ চলে যায় আজ্জুরিদের হাতে।

বিশ্বকাপ বাছাইয়ের চলতি আসরে সব মিলিয়ে নিজেদের দ্বিতীয় জয় পেল চারবারের বিশ্ব চ‍্যম্পিয়নরা। ম‍্যাচে ৭০ শতাংশ সময় বল দখলে রাখা ইতালি গোলের জন‍্য ৪০টি শট নেয়, এর ১৩টি ছিল লক্ষ‍্যে। অন‍্যদিকে, এস্তোনিয়া কেবল চারটি শট নিতে পারে লক্ষ‍্যে, এর দুটি ছিল লক্ষ‍্যে।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ইতালি। তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় তারা। মোইজে কিনের ক্রসে মাত্তেও পলিতানোর শট ব্লকড হয় এস্তোনিয়ার রক্ষণে।

চতুর্থ ও অষ্টম মিনিটে দুটি শট লক্ষ‍্যে রাখতে পারেননি ফেদেরিকো দিমার্কো। ২০তম মিনিটে ডাবল সেভে ইতালির হতাশা বাড়ান এস্তোনিয়ার গোলরক্ষক। ২৯তম মিনিটে সান্দ্রো তোনালির শট ব্লকড হওয়ার পর ৩২ থেকে ৩৫ মিনিটের মধ‍্যে তিনটি শট লক্ষ‍্যে রাখতে পারেননি রিক্কার্দো কালাফুরি, কিন ও পলিতানো।

প্রথমার্ধের বাকি সময়েও খেলা চলে একই তালে। বিরতির পর আরও আক্রমণাত্মক ফুটবল খেলে ইতালি। কিন্তু প্রতিপক্ষের রক্ষণে গিয়ে বারবার খেই হারাচ্ছিল তারা।

অবশেষে ৫৮তম মিনিটি ভাঙে ম‍্যাচের ডেডলক। দিমার্কোর ক্রসে মাতেও রেতেগির ফ্লিকে বল পেয়ে যান কিন। খুব কাছ থেকে হেডে বাকিটা সারেন তিনি। পরের মিনিটে একটুর জন‍্য ব‍্যবধান দ্বিগুণ করতে পারেননি কিন। গোলরক্ষককে একা পেয়েও তর শট ফেরে পোস্টে লেগে।

এগিয়ে গিয়েও একই রকম আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইতালি। ৬৯তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করে তারা। ডি বক্সের বাইরে থেকে রেতেগির নিখুঁত শট খুঁজে নেয় জাল।

তিন মিনিট পর ব‍্যবধান আরও বাড়ান জায়াকোমো রাসপাদোরি। খুব কাছ থেকে হেডে গোলটি করেন তিনি।

৮৯তম মিনিটে স্কোরলাইন ৪-০ করে ফেলেন রেতেগি। আন্দ্রেয়া কেম্বিয়াসোর চমৎকার ক্রসে জাল খুঁজে নেন তিনি।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফের নিজেদের পোস্ট থেকে বল কুড়িয়ে আনে এস্তোনিয়া। রাসপাদোরির ক্রসে সবার চেয়ে উঁচুতে লাফিয়ে দারুণ হেডে জালে বল পাঠান বাস্তোনি। তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইতালি। ৩ ম‍্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের তিনে আছে ইতালি। ৫ ম‍্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে চারে আছে এস্তোনিয়া। ৪ ম‍্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে চূড়ায় নরওয়ে। সমান ম‍্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে ইসরায়েল।

  • শেয়ার করুন