৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১০:৩৫

ডাকসু নির্বাচন: ৮ কেন্দ্রে বুথের সংখ্যা ৮১০, ভোটের সময় ১০ মিনিট

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫

  • শেয়ার করুন

 

 

 

প্রতিনিধি, ঢাবিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু ) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ৮টি কেন্দ্রেই অনুষ্ঠিত হবে তবে বুথের সংখ্যা প্রথমে ৫০০ থেকে ৭১০ নির্ধারণের পর তা বাড়িয়ে ৮১০ করা হয়েছে। চিফ রিটার্নিং অফিসার  অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এই বুথ ব্যবস্থাপনায় সকল ভোটার একসঙ্গে উপস্থিত হলেও এবং একজন ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও বিকাল ৪টার মধ্যে ভোটদান কার্যক্রম নির্বিঘ্নে শেষ করা সম্ভব হবে।

ভোটের দিন শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে অতিরিক্ত বাস চলাচলের ব্যবস্থাও নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত শিডিউলের বাইরে বিশেষ বাস চলবে এবং শিক্ষার্থীদের সর্বশেষ বাসের সময় দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

গত ৩০ আগস্ট এক বিজ্ঞপ্তিতে ভোটগ্রহণের সময় সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এছাড়া বিকাল ৪টার মধ্যে যারা ভোটকেন্দ্রে লাইনে উপস্থিত থাকবেন, তারাও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

ডাকসু নির্বাচনে নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রের সংখ্যা বাড়ানোর দাবি বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা আগেই করেছিল। গত ২৭ আগস্ট জাতীয়তাবাদী ছাত্রদল–সমর্থিত প্যানেলের পক্ষ থেকে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কাছে কেন্দ্র বৃদ্ধির দাবি জানানো হয়। পরে অন্যান্য প্যানেলের প্রার্থীরাও একই দাবি জানান। তবে শেষ পর্যন্ত বুথ বাড়ানো হলেও কেন্দ্রের সংখ্যা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

৮টি ভোটকেন্দ্র সংশ্লিষ্ট হলসমূহ

. কার্জন হল কেন্দ্র (পরীক্ষার হল)

* ড. মুহম্মদ শহীদুল্লাহ হল

* অমর একুশে হল

* ফজলুল হক মুসলিম হল

. শারীরিক শিক্ষা কেন্দ্র

* জগন্নাথ হল

* শহীদ সার্জেন্ট জহুরুল হক হল

* সলিমুল্লাহ মুসলিম হল

. ছাত্রশিক্ষক কেন্দ্র (টিএসসি)

* রোকেয়া হল

. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র

* বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল

* শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল

. সিনেট ভবন কেন্দ্র (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং কক্ষ)

* স্যার এ এফ রহমান হল

* হাজী মুহম্মদ মুহসীন হল

* বিজয় একাত্তর হল

. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র

* সূর্যসেন হল

* মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল

* কবি জসীম উদ্দীন হল

* শেখ মুজিবুর রহমান হল

. ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র (নতুন)

* কবি সুফিয়া কামাল হল

. ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কলেজ কেন্দ্র (নতুন)

* শামসুন নাহার হল

  • শেয়ার করুন