প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫
জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন ছাড়াই রোগী দেখছিলেন এক ভুয়া চিকিৎসক। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় বাজারের আমজাদ মেডিকেল হলে অভিযান পরিচালনা করে ওই ভুয়া চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।
জানা যায়, দীর্ঘদিন ধরে রাকিবুল ইসলাম কুমিল্লা থেকে এসে প্রতি সপ্তাহে মাইকিং করে নিজেকে চক্ষু বিশেষজ্ঞ পরিচয় দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন। অভিযানে রাকিবুল ইসলাম বিএমডিসির নিবন্ধন ও মেডিকেল ডিগ্রির কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।র্থনীতি