৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৯:৩১

এসেনশিয়াল ড্রাগসের এমডির রুমে অফিস করছে পতিতা দালাল ইকবাল !

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫

  • শেয়ার করুন

 

হিডেন নিউজ ঃ

এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড হচ্ছে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিকাল কোম্পানি।অথচ এখানে চলচ্চিত্র জগতের এক দালালকে দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে ! এইগুলো দেখার কি কেউ নেই?

চলচ্চিত্র অঙ্গনে বদমেজাজি, সাপ্লায়ার ও ফাঁপরবাজ হিসাবে পরিচিত মোহাম্মদ ইকবাল। বিনোদন জগতের  বাইরে গিয়ে;  রাষ্ট্রীয় গুরুত্বপূর্ন প্রতিষ্ঠানটির এমডি সামাদ মৃধার সাপ্লায়ার হিসাবে তিনি পরিচিত। সামাদ মৃধাকে সাপ্লাই দেয়ার বিনিময়ে; সরকারী এই দপ্তর এসেনশিয়াল ড্রাগসে রীতিমত অফিস করছেন ইকবাল। সামাদ মৃধাকে নারী সাপ্লাই দিয়ে এসেনশিয়াল ড্রাগসের ঠিকাদারী ও নিয়োগ বানিজ্যরও নিয়ন্ত্রন নিয়েছেন ইকবাল । এসব বিষয়ে তাকে প্রশ্ন করা হলে সাংবাদিকদের  উগ্র ভাষায়  গালি দিয়ে দেখে নেয়ার হুমকি দেন তিনি।[ সুত্রঃ নাগরিক টিভি ]

  • শেয়ার করুন