১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১২:১৯

রতন লাল মাহুতের বিরুদ্ধে দুর্নীতি–অনিয়মের একাধিক অভিযোগ

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬

  • শেয়ার করুন

জেলা প্রতিনিধি ঃবন বিভাগের ডেপুটি রেঞ্জার রতন লাল মাহুতের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠে এসেছে। গণমাধ্যমে প্রকাশিত একাধিক সংবাদ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্যে জানা গেছে, তিনি অতীতে এসব অভিযোগে বিভাগীয় ব্যবস্থার মুখোমুখি হয়েছেন।

প্রকাশিত সংবাদ অনুযায়ী, কক্সবাজার দক্ষিণ বন বিভাগে কর্মরত  রতন লাল মাহুত ডেপুটি রেঞ্জার এর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে বিভাগীয় কার্যালয়ে ক্লোজ করা হয়। একই সঙ্গে তার কর্মকাণ্ড নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগেও রংপুর বন বিভাগে কর্মরত অবস্থায় তার বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠে। সে সময় বিভাগীয় মামলায় তাকে সাময়িক বহিষ্কারসহ শাস্তির মুখোমুখি হন।

সাম্প্রতিক সময়ে  আবারও তার  অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ ঘিরে অস্থিরতা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে, পদোন্নতি মামলা বানিজ্য, চাদাবাজি ও আওয়ামী যোগসাজশে মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের ঘটনা ঘটছে।

উল্লেখিত বিষয়ে জানার জন্য রতন লাল মহতের  মুঠোফোনে বার বার যোগাযোগ করে ও পাওয়া যায়নি। পরে তার নিয়ন্ত্রীত কর্মকর্তা  শ্যামল কুমার ঘোষের মাধ্যেমে  জানতে পারলাম যে ১০ দিনের ছুটিতে গেছেন।

বন বিভাগের একাধিক কর্মকর্তা মনে করেন প্রকাশিত অভিযোগগুলোর সষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলে বন বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

  • শেয়ার করুন