প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬

বিশেষ প্রতিবেদক ঃ
গ্যাস সিলিন্ডার এর মূল্য আকাশ ছোয়া হয়ে গেলো । ১৩৫০/- টাকার গ্যাস এখন ২২০০/- টাকা হয়েছে। তার পরেও ঠিকমত পাওয়া যাচ্ছে না। এক একটি মহল্লায় ১০/১৫ টি দোকান কিন্তু তার মধ্য ৩/৪ টিতে ৪/৫ টি করে সিলিন্ডা রেখে বিক্রি করছে। কেন এভাবে প্রতারনা এ প্রশ্ন এখন আমজনতার কর্তৃপক্ষের কাছে। গত ফ্যাসিস্ট সরকারের আমলের মত যখন যা ইচ্ছা তা করে বেড়াচ্ছে গ্যাস সিলিন্ডারের ডিলার ও দোকানদারগন। মানুষ পরিবার পরিজন ছেলে-মেয়ে নিয়ে বিপাকে পরে গেছে। কারন লাইনে গত ১বছর যাবত গ্যাস নাই। সকল মানুষেরই নির্ভর ছিল গ্যাস সিলিন্ডারের উপর । তা নিয়ে ব্যবসায়িরা প্রতারনা জালিয়াতি শুরু করেছে। সকল মানুষ এই শীতের মধ্যে মহাবিপদে পরে গেছে। আবার কি শুরু হয়ে গেছে প্রতারনা জুলুম। দেশটাকে আবার অস্থিতিশীল করার জন্য স্বৈরাচারি সরকারের দুর্নীতিবাজরা গ্যাস নিয়ে ছলছুতরি সিন্ডিকেটের ব্যাবসা শুরু করছে। সাধারন মানুষ তিতাস গ্যাস কর্তৃপক্ষের নিকট এর বিস্তারিত জানতে চায় এবং দ্রুত গতিতে এর সমাধান চায় ? তা-না হলে কঠোর থেকে কঠোর অবস্থানে জাতি রাস্তায় নেমে পড়বে । লাইনের গ্যাস নেই এমনেতেই মানুষ কষ্টের মধ্যে জীবন যাপন করছে । তার মধ্যে মরার উপর খাঁড়ার গা। যাত্রাবাড়ী, ডেমরা ও মুগদাপাড়ায় দোকান মালিকগন বলছে গ্যাস সিলিন্ডার নাই । ডিলারগন মাল দিচ্ছে না। অথচো এইসব এলাকায় ছোট ছোট দোকানে বিভিন্ন কোম্পানির নামে গ্যাস সিলিন্ডার রয়েছে। এইসব দোকনদাররা লোহার যে সব সিলিন্ডার রয়েছে ১২ কেজি অথবা সাড়ে ১২ কেজি বিক্রি হত ১২০০ থেকে ১৩০০ টাকা তা এখন বিক্রি হচ্ছে ১৭/১৮ টাকা। আর প্লাষ্টিক ( বেক্সিমকোর ) কোম্পানির সাড়ে ১২ কেজির সিলিন্ডার বিক্রি করছে ২০০০/- টাকা থেকে ২৪০০ টাকা । এমন যদি মহল্লায় গ্যাস সিলিন্ডার বিক্রি হয় তবে মানুষ কি করবে ? এ ছাড়াও দেখা গেছে অনেক দোকান মালিকদের গোপনীয় গোডাউন রয়েছে , সেখানে তাদের রক্ষিত রয়েছে সিলিন্ডার। দোকান মালিকগন ৪/৫ টা করে দোকানে আনে আর অধিক দামে বিক্রি করে। এসব কি সরকারের বা ভোক্তা অধিকার দপ্তরের চোখে পরে না। ডেমরা ও যাত্রাবাড়ীর এলাকায় যদি কোন সরকারী গোয়েন্দা সংস্থা তদন্ত করে তবে অনেক গোডাউন পাবে , যেখানে ডিলারদের রক্ষিত শত শত মালামাল রয়েছে। অধিক ব্যবসার জন্য মাল রক্ষিত করে ২/৪ টা বাহির করে করে বিক্রি করে। এমন যদি আর কয়েক দিন চলে তবে রাস্তায় সাধারন মানুষ আন্দোলন করতে বাধ্য হবে। কারন সরকারের লোকজন কি করছে । হাজার হাজার মানুষ পরিবারদের নিয়ে অতি কষ্টে দিন যাপন করছে। একতো শীতের অতিরিক্ত ঠান্ডা তার মধ্যে সকল জিনিস পত্রের দাম বৃদ্ধি এর মধ্যে লাইনের গ্যাস নাই প্রায় ১ বছর । মানুষ সিলিন্ডারের উপর শত পার্শেন্ট বর্ষা ছিল । সেই সুযোগ নিয়ে ব্যবসায়িরা হঠাৎ করে বাজারে গ্যাস নাই কথা উঠিয়ে প্রায় দ্বিগুন করে ফেলেছে। বিষয়টি গ্যাস কর্তৃপক্ষকে ও সরকারকে অতি দ্রুত মিমাংসা করার জন্য জনগন জোর দাবী জানান।